ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ | বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 114 বার পঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিওরশীপ অ্যান্ড লাইভলীহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্টের স্টেক হোল্ডাদের দিনব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এই কর্মশালার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী ও কচাকাটা সার্কেলের (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার (এডিশনাল এসপি) সুমন রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, ওসি রুহুল আমিন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শামীমা আক্তার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুড়িগ্রামের জেলা ব্যবস্থাপক(এসডিএফ) শহিদুল ইসলাম। প্রকল্পটির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক(রংপুর অঞ্চল) আলম আকবর।
উল্লেখ্য, কুড়িগ্রাম জেলার ২টি উপজেলার ৬টি ইউনিয়নে এবং ভূরুঙ্গামারী উপজেলার ভূরুঙ্গামারী সদর ও জয়মনিরহাট ইউনিয়নের ১০০টি গ্রামে অতিদরিদ্রদের নিয়ে সমিতি গঠনের মাধ্যমে কমিউনিটি অবকাঠামো উন্নয়ন, সঞ্চয় ও ঋণ কার্যক্রম,যুব কার্যক্রম এবং জীবিকা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
Posted ৩:২১ অপরাহ্ণ | বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com