ফারিয়াজ ফাহিম জামালপুর। | বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 780 বার পঠিত
জামালপুর সদর উপজেলা দিগপাইত ইউনিয়নের পশ্চিমপাড় দিঘুলী এলাকার মৃত ইব্রাহিম আলীর পুত্র মোঃ সুরুজ আলীর বিরুদ্ধে চেক জালিয়াতির মামলায় গ্রেফতারী জারি হয়েছে।
১৪ আগ্রষ্ট ২০২৩ ইং তারিখে জামালপুর যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ আক্তারুজ্জামান এ আদেশ জারি করেছেন।মামলা সুত্রে জানাগেছে,
উপজেলার পশ্চিমপাড় দিঘুলী এলাকার মোঃ আক্তার আলী,একই এলাকার সুরুজ আলীর বিরুদ্ধে অগ্রণী ব্যাংক জামতলী বাজার শাখার ১০ লক্ষ টাকার চেক ডিজঅনারের জন্য জামালপুর সদর, বিজ্ঞ সি আর আমলী আদালতে মামলা দেন। এর আগে
১১ নভেম্বর ২০২২ উকিলের মাধ্যমে সরুজ আলীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়।
এব্যাপারে আক্তার আলী জানান,সরুজ আলীর দখলীয় জমি বিক্রি করার প্রস্তাব করিলে ওই জমির উপর নগদ ১০ লক্ষ টাকা প্রদান করি আমি। শর্ত হিসেবে সুরুজ আলীর কাছ থেকে দশ লক্ষ টাকার চেক নেয়া হয়।
পরে ৩ নভেম্বর ২০২২ সালে সুরুজ আলী তার জমি দিতে অস্বীকার করে। পরে সুরুজ আলীর নামে প্রথমে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
এতেও তিনি কোন ভ্রুক্ষেপ না করলে তার বিরুদ্ধে টাকা আদায়ের চেক ডিজঅনার মামলা দেয়া হয়। সেই মামলায় সুরুজ আলীর বিরুদ্ধে ১০ লক্ষ টাকা অর্থদন্ড ও বিনাশ্রমে ১ বছরের কারাদন্ড প্রদান করেন আদালত। তিনি সুরুজ আলী এখন পলাতক রয়েছেন।।
Posted ১০:৪৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com