এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো। | বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 197 বার পঠিত
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুরে কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় ব্যবহার করার অপরাধে আর এম বি (বর্তমান নাম এম বি এম ব্রিকস নামে ১ ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে স্থাপিত এমবিএম-৩ ব্রিকসে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্বদেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারযান হোসাইন এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আফজাল ইসলাম।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারযান হোসাইন বলেন, দীর্ঘদিন ধরে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহার এবং কাঠ পোড়ানোর অপরাধে এম.বি.এম-৩ ব্রিকসের মালিক ইউনুচ কোম্পানিকে ইট প্রস্তুত ও ভাটা (স্থাপন) নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর ১৫(১)(ক) ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। আগামীতে কৃষি জমি রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আফজাল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে কয়েকটি চক্র ফসলি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহার করছে। এতে কৃষি জমির ক্ষতি হচ্ছে। এছাড়া ভাটায় কাঠ পোড়ানোর কারণে কালো নির্গমন হয়ে পরিবেশে ব্যাপক ক্ষতি হচ্ছে। জনস্বার্থ ও জনস্বাস্থ্য বিবেচনায় নিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০১৩ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে ঘাগড়া ভুমি অফিসের তহসিলদার মো.এনামসহ রাঙ্গুনিয়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
Posted ১১:৪৬ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com