ফারিয়াজ ফাহিম জামালপুর: | বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 136 বার পঠিত
অপরাজেয় বাংলাদেশের আয়োজনে সরকারি-বেসরকার ও সুশীল সমাজের ব্যাক্তিদের নিয়ে অবহিত করণ সভা।
জামালপুরে অপরাজেয় বাংলাদেশের আয়োজনে সরকারি-বেসরকারি ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে অবহিত করণ সভা হয়েছে।বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জামালপুর সদর উপজেলা পরিষদ হলরুমে সভার আয়োজন করেন অপরাজেয় বাংলাদেশের সংযোগ বিল্ডিং লিঙ্কেজ প্রকল্প।
এতে সভাপতিত্ব করেন,অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু।অপরাজেয় বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মো.জুলফিকার আলীর পরিচালনায় অবহিত করণ সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন,জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।এতে বিশেষ অতিথি’র বক্তব্য দেন,সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.শাহাদাৎ হোসেন,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা প্রমুখ।
সভায় মুক্ত আলোচনায় অংশ নেন,ব্র্যাকের জামালপুর জেলা সমন্বয়ক আহমেদ ওমর ফারুক,তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান,গ্রাম আদালতের উপজেলা সমন্বয় কারী শাকিলা সরকার,অপরাজেয় বাংলাদেশের মনিটরিং অফিসার মাহফুজা আক্তার,অপরাজেয়া বাংলাদেশ জামালপুর শাখার ম্যানেজার মো.আশরাফুল ইসলাম,মানবাধিকার কর্মী মো.খোরশেদ আলম, শিক্ষক আব্দুল মোতালেব বাদল ও প্রতিদিনের সংবাদের জামালপুর প্রতিনিধি মঞ্জুরুল হক প্রমুখ।
অবহিত করণ সভায় অপরাজেয় বাংলাদেশের সুবিধা বঞ্চিত শিশুদের সরকারি উদ্যোগে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা,ভাল স্বপ্ন তৈরিতে সহযোগিতা করাসহ যৌন কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা,পুনর্বাসন ও তাদের কমিটিকে জোরদার বিষয়ে আলোচনা করা হয়। সভায় অপরাজেয় বাংলাদেশের শিশু,গণমাধ্যম,কর্মী,জন প্রতিনিধি কর্মী,শিক্ষক,এনজিও কর্মী,স্বস্থ্য কর্মী ও ইমামসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ২:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com