(ব্রাহ্মণবাড়িয়া)জেলা প্রতিনিধি : | শুক্রবার, ০১ মার্চ ২০২৪ | প্রিন্ট | 123 বার পঠিত
করবো বীমা গড়বো দেশ, মাঠ হবে বাংলাদেশ,স্লোগানকে সামনে রেখে জাতীয় বীমা দিবস ২০২৪ পালিত হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল বীমা কর্মীদের নিয়ে একটি র্যালি), আলোচনা সভা, চেক প্রদান করা হয়।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নবীনগর ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর চীপ জোনাল ম্যানেজার শংকর চক্রবর্তী,৷ নবীনগর প্রেসক্লাব সভাপতি ও মাইটিভি প্রতিনিধি শ্যামা প্রসাদ চক্রবর্তী, এস আই মোহাম্মদ হারুন মিয়া সহ বীমা কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের বীমা গ্রাহকদের মাঝে ৩০ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
Posted ২:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ০১ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com