মাসুদ রায়হান যশোর প্রতিনিধিঃ | শুক্রবার, ০১ মার্চ ২০২৪ | প্রিন্ট | 152 বার পঠিত
মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজ থেকে চলতি বছরে এমবিবিএস এ চান্স পাওয়া ৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ পুলিশ।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় মনিরামপুর থানা পুলিশের উদ্যোগে মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ও শিক্ষার্থীদের সাইবার ক্রাইম সম্পর্কে অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার কাজী দাউদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাসুদ।
অনুষ্ঠানে মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এম আলাউদ্দীন, কৃতি শিক্ষার্থী তাহসিন আরা তাসনিম স্নিগ্ধা ও চৈতি ঘোষাল দোলা বক্তব্য রাখেন। এ অনুষ্ঠানে ৯ কৃতি শিক্ষার্থীকে একে একে ফুলেল শুভেচ্ছা,স্মারক ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিবৃন্দ।
যে সব কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে তারা হলেন ১। তাহসিন আরা তাসনিম স্নিগ্ধা (স্যার সলিমুল্যাহ মেডিকেল কলেজ, ঢাকা) ২। চৈতি ঘোষাল দোলা (স্যার সলিমুল্যাহ মেডিকেল কলেজ,ঢাকা) ৩। প্রজ্ঞা বিশ্বাস (মুগদা মেডিকেল কলেজ,ঢাকা) ৪। মায়িশা তাসনিন ঐশী (খুলনা মেডিকেল কলেজ) ৫। শবনম মুস্তারী ঐশী (খুলনা মেডিকেল কলেজ) ৬। তাহসিনা নাজনিন কাজল (খুলনা মেডিকেল কলেজ) ৭। ফারজানা ইয়াসমিন রিনি (মানিকগঞ্জ মেডিকেল কলেজ ) ৮। জয়িতা সরকার জয়া (গোপালগঞ্জ মেডিকেল কলেজ) ও ৯। অলিমা ইসলাম জুঁই (খুলনা মেডিকেল কলেজ
Posted ৮:৩৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com