ফোরকান মাহমুদ, ওমান মাস্কাট | রবিবার, ০৩ মার্চ ২০২৪ | প্রিন্ট | 335 বার পঠিত
ওমানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
অগ্নিঝর্রা মার্চ উপলক্ষে ওমানে জমকালো আয়োজনে দ্বিতীয়বারের মত শুভ উদ্বোধন করা হয়েছে শেখ ফজলুল হক মনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪।
ওমান যুবলীগের আহ্বায়ক তৌহিদুল আলম তৌহিদের সভাপতিত্বে, ওয়াহেদ আহমদ রাউজন এর সঞ্চলনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক (সিআইপি)
এসময় উপস্থিত ছিলেন, ওমান গাল্ফ এক্সচেঞ্জে সিইও ইফতেখার উল হাসান চৌধুরী, টুনামেন্টের মেইন স্পন্সর আবু ইউছুপ, আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নোমান, কিবরিয়া কালাম চৌধুরী, আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
খেলা পরিচালনা ও সার্বিকতত্বধানে আরো উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মোঃ হাকিম, যুব নেতা রিয়াজ, যুবনেতা মুজাহিদ চৌধুরী, সাদেক হাসানসহ যুবনেতা রকী, আওয়ামীরীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও প্রচুর সংখ্যাক ওমান প্রবাসী।
টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় মাতারা লিজেন্ড ২-০ গোলে সাহাবিয়া একাদশকে পরাজিত করে।
এর আগে চ্যাম্পিয়ান দলকে ট্রপিসহ (৫ গ্রাম) গোল্ড ও রানার্স আপ’কে (৩ গ্রাম) গোল্ড দেওয়ার ঘোষণা দিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছেন ওমান আওয়ামী যুবলীগ।
দ্বিতীয়বারের মত আয়োজিত ওমানের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া শেখ ফজজুল হক মনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ উদ্বোধনী খেলায় মাটে ছিলো প্রচুরসংখ্যক ওমান প্রবাসী বাংলাদেশি।
Posted ৪:৫৭ অপরাহ্ণ | রবিবার, ০৩ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com