মাসুদ রায়হান যশোর প্রতিনিধিঃ | রবিবার, ০৩ মার্চ ২০২৪ | প্রিন্ট | 137 বার পঠিত
যশোরের গোয়েন্দা পুলিশের অভিযানে ২০০ বোতল ফেনসিডিল, ৭৫ বেল তুলা, কাভার্ড ভ্যানসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২।
যশোরের ডিবি এসআই মোঃ মুরাদ হোসেন এর নেতৃত্বে এসআই রইচ আহমেদ, এএসআই ইমদাদুল হক, এএসআই শফিউল ইসলামগনের সমন্বয়ে গঠি টিম ঝিকরগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ঝিকরগাছা থানাধীন লাউজানি সাকিনস্থ জনৈক রকিব মাষ্টারের স’মিলের সামনে যশোর টু বেনাপোল গামী মহাসড়কের উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) সাইদুল হোসেন ঝন্টু (৩০), পিতা- হোসেন আলী, সাং- কাগজপুকুর দক্ষিণপাড়া, ২। মনিরুল ইসলাম মোড়ল(২৫), পিতা-মৃত মোসলেম আলী, সাং-দিঘীরপাড় উত্তরপাড়া, উভয় থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোরদের ২০০ বোতল ফেনসিডিল, ৭৫ বেল তুলা, ০১টা কাভার্ড ভ্যান উদ্ধারসহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত আলামতের মোট মূল্যমান ৬৬,০০,০০০/= (ছেষট্টি লক্ষ) টাকা।
এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
Posted ১০:১৯ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com