ইবি প্রতিনিধি: | বুধবার, ০৬ মার্চ ২০২৪ | প্রিন্ট | 127 বার পঠিত
মো:শাফায়াত হোসেন (ইউআইটিএস প্রতিনিধি)।।
বিএসএল আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতা-২০২৪ এ আজ আনোয়ার খান মর্ডান ইউনিভার্সিটিকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করলো ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্সেস (ইউআইটিএস)।
মাদক, বাল্যবিবাহ, যৌতুক রুখবোই, স্মার্ট বাংলাদেশ গড়বোই’- প্রতিপাদ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উদ্যোগে বসুন্ধরা টয়লেট্রিজ প্রেজেন্ট বিএসএল আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল-২০২৪ অনুষ্ঠিত হচ্ছে।
বিএসএল ফুটসাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্সেস (ইউআইটিএস) সাউথইস্ট ইউনিভার্সিটি এবং আনোয়ার খান মর্ডান ইউনিভার্সিটি কে হারিয়ে হারিয়ে আজ নকআউট পর্ব নিশ্চিত করে।
ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও ইউআইটিএস ক্রিয়া কমিটির আহবায়ক মহিউদ্দিন আহমেদ বলেন, আমাদের খেলোয়াররা জয়ের জন্য ক্ষুধার্ত ছিলো এবং আজ তাদের ডেডিকেশন এর ফলাফল পাওয়া গিয়েছে। ইনশাআল্লাহ আমাদের ইউআইটিএস টিম সামনের রাউন্ড অফ ১৬ এর ম্যাচে জয়লাভ করে আমরা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে।
বিএসএল ফুটসাল প্রতিযোগিতায় আনোয়ার খান মর্ডান ইউনিভার্সিটিকে ৭-০ গোলে হারিয়েছে ইউআইটিএস টিম। এর আগে সাউথইস্ট ইউনিভার্সিটিকে ৪-১ গোলে হারিয়েছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্সেস (ইউআইটিএস) টিম। ইউআইটিএস টিমের এই বিজয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।
Posted ১১:৫৪ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com