সফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি | বুধবার, ০৬ মার্চ ২০২৪ | প্রিন্ট | 90 বার পঠিত
১০ম ওয়েজবোর্ড ঘোষণাসহ টেলিভিশন সাংবাদিকদের অভিন্ন বেতন কাঠামোর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মার্চ) সকালে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ ওমর ফারুক। প্রধান বক্তা ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশিদ।ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসিন কাজি,।ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণু সম্পাদক মো. জহির রায়হান। যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন।সমাবেশে বক্তারা ১০ম ওয়েজ বোর্ড ঘোষণা ও নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ অনুযায়ি বকেয়া পরিশোধ এবং টেলিভিশন সাংবাদিকদের জন্য অভিন্ন বেতন কাঠামো ঘোষণাসহ বিভিন্ন দাবি জানা
Posted ৫:৪৩ অপরাহ্ণ | বুধবার, ০৬ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com