বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: | বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪ | প্রিন্ট | 94 বার পঠিত
বাউফলে ইউপি উপ-নির্বাচনে অটোরিক্সা প্রতিকের কর্মীর উপর হামলা দোকান ঘর ভাঙচুর আহত-৬।
পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনকে কেন্দ্র করে অটোরিক্সা প্রতিকের এনামুল হক অপুর কর্মি সমার্থকদের উপর হামলা ও দোকান ঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে ।
বুধবার (৬মার্চ) রাত ৯.৩০ মিনিটের দিকে ইউনিয়নের ৪নং ওয়ার্ড মল্লিকডুবা বাজারে এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শী ফিরোজ হাওলাদার জানান- অটোরিক্সা প্রতিকের কয়েকজন মল্লিকডুবা বাজারে চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ ঘোড়া প্রতিকের কর্মীরা মোটরসাইকেল যোগে এসে তাদের এলোপাতাড়ি মারধর শুরু করে। হামলাকারীরা তিনটি দোকানে ভাঙচুর করে এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করে। হামলায় আহতরা হলেন – খোকন ব্যাপারী (৫৫), জুলহাস হাওলাদার (৩০),ও আলাল হাওলাদার (৫৫), নামের তিনজন।
এদিকে ৭ই মার্চ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ইউপির ৭ নং ওয়ার্ডের হাজির হাট নামক স্থানে অটোরিক্সা প্রতিকের কর্মি ভোট চাইতে গেলে আব্দুর রহমান (৪০),জহির সিকদার (৪৫) ও শাহেদ আকন নামের তিনজনের উপর হামলা ও শাহেদ আকনের একটি মোটরসাইকেল ঘোড়া প্রতিকের সমার্থকেরা ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ইউএনও, এসিল্যান্ড ও ওসি’র নেতৃত্বে পুলিশের একটি দল। তারা পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে অটোরিক্সা প্রতিকের প্রার্থী এনামুল হক অপু বলেন – ঘোড়া প্রতিকের প্রার্থীর ভাইর ছেলে রানা সহ আরো বেশ কয়েকজন আমার কর্মিদের উপর হামলা ও দোকান ঘর ভাংচুর করেছে, ভোটারদেরকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছে, আমি প্রশাসনের কাছে সুষ্ঠ নির্বাচনের পরিবেশ তৈরি করার আবেদন জানাই।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন – বাউফল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদ্বীন।
Posted ১১:১০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com