শনিবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোর সফল অভিযানে ১১ বোতল বিদেশী মদসহ আটক ৫।

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ   |   শুক্রবার, ০৮ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   87 বার পঠিত

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোর সফল অভিযানে ১১ বোতল বিদেশী মদসহ আটক ৫।

যশোর ডিবি পুলিশের বিশেষ অভিযানে বিদেশি মদ
চোরাই মোটরসাইকেল, ০২ টি মাস্টার চাবি উদ্ধার সহ গ্রেফতার ০৫।

ডিবি যশোরের এসআই রাজেশ কুমার দাশ, এসআইমোঃ আরিফুল ইসলাম, এএসআই নিরমল কুমার ঘোষ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ২৩.৪৫ ঘটিকার সময় যশোর কোতয়ালী মডেল থানাধীন পৌরসভাস্থ বকচর ৯নং ওয়ার্ড্ এর টিবি হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী (ভারতীয় নাগরিক) ১। মোঃ শহিদুল ইসলাম ৥ শহিদ(৩৫), পিতা-মৃত আব্দুল খালেক শেখ, সাং-নরেন্দ্রপুর শেখ পাড়া, থানা-কোতয়ালী, ২। মোঃ নাজিম উদ্দিন ৥ নিত্ত(৪১), পিতা-মোঃ আফতাব মোড়ল, সাং-বড় বসন্তপুর, থানা-শার্শা, উভয় জেলা-যশোর দ্বয়কে কে ০১ টি চোরাই মোটরসাইকেল এবং ০২ টি মাস্টার চাবি সহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে এসআইমোঃ আফিুল ইসলাম বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।

ডিবি যশোরের এসআই কাজী আব্দুল মান্নান, এসআই মোঃ সোলায়মান আক্কাস, এএসআইগৌরাঙ্গ কুমার মন্ডল, এএসআইএসএম ফোরকান ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ সকাল যশোর কোতয়ালী মডেল থানাধীন চাঁচড়া বাজার মোড়ে জনৈক মোঃ গোলাম সরোয়ার এর মুদি দোকানের সামনে চাঁচড়া মোড় টু মুড়লী মোড় গামী পাঁকা রাস্তার উত্তর পাশে হইতে আসামী (ভারতীয় নাগরিক) ১। ববরুবহন ঘোষ(৫০), পিতা-মৃত শান্তিপদ ঘোষ, মাতা-গীতা ঘোষ, সাং-হিরাপোল, থানা-হাবড়া, জেলা-উত্তর চব্বিশ পরগনা, ভারত কে ০৫ বোতল বিদেশী মদ এবং ০১ টি ভারতীয় পাসপোর্ট্ সহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে এসআইকাজী আব্দুল মান্নান বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।

একই অভিযানে ডিবি যশোরের এসআই কাজী আব্দুল মান্নান, এসআই মোঃ সোলায়মান আক্কাস, এএসআইগৌরাঙ্গ কুমার মন্ডল, এএসআইএসএম ফোরকান ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ বিকাল যশোর কোতয়ালী মডেল থানাধীন পালবাড়ী পার হাউজ পাড়া সাকিনস্থ জনৈক মশিউর রহমানের বাড়ির সামনে পালবাড়ি টু চাঁচড়া গামী পাকা রাস্তার পশ্চিম পাশে হইতে আসামী (ভারতীয় নাগরিক) ১। অমর বিশ্বাস(৩৫), পিতা-দেবদাশ বিশ্বাস, সাং-বারমা কলোনী, ২। মিঠুন সরকার(৩৫), পিতা-সুশীল সরকার, সাং-মেহেরুন নগর, উভয় থানা-বনগাঁ, জেলা-উত্তর চব্বিস পরগোনা, ভারত দ্বয়কে কে ০৬ (ছয়) বোতল বিদেশী মদ এবং ০২টি ইন্ডিয়ান পাসপোর্ট উদ্ধার সহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে এসআইকাজী আব্দুল মান্নান বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।

Facebook Comments Box

Posted ৫:০২ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৮ মার্চ ২০২৪

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com