বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি | শুক্রবার, ০৮ মার্চ ২০২৪ | প্রিন্ট | 361 বার পঠিত
পটুয়াখালীর বাউফলে কেশবপুর ইউপির উপনির্বাচনে অটোরিক্সা প্রতিকের সমার্থকের উপর হামলা মামলায় কেশবপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য আসাদুল হক জুয়েল কে আটক করেছে বাউফল থানা পুলিশ।
শুক্রবার (৮ মার্চ) বেলা ১১.৩০ মিনিটে বাউফল উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে আসাদুল হক জুয়েল কে বাউফল থানা পুলিশের এই আই মোঃ সাইফুল ইসলাম আটক করে।
আসাদুল হক জুয়েল কেশবপুর ইউনিয়ন আ’লীগের প্রচার সম্পাদক ও ৪ নং ওয়ার্ডের ২ বারের ইউপি সদস্য।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় – গত বুধবার (৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে কেশবপুর ইউনিয়নের মল্লিকডুবা গ্রামে ইউপি সদস্য জুয়েল ও ঘোড়া প্রতিকের প্রার্থী আব্দুল মালেক মিয়ার ভাইয়ের ছেলে রানার নেতুত্বে ২০-২৫টি মটরসাইকেল নিয়ে অটোরিক্সা সমর্থকদের ওপর হামলা ও ভাঙচুর চালিয়ে তিনটি দোকান ও একটি মটরসাইকেল ভাঙচুর করার অভিযোগ পাওয়া যায় । এসময় খোকন হাওলাদার (৫৫) , জুলহাস (৪০) এবং আলাল (৫০) নামের তিন জন আহত হয়। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় বাউফল থানায় মামলা হয়, ঐ মামলায় আসাদুল হক জুয়েল ১নং আসামি বলে জানা যায়।
এ বিষয়ে বাউফল থানার এস আই সাইফুল ইসলাম বলেন – ইউপির ৪নং ওয়ার্ডের মল্লিকডুবার হামলা ও দোকান ভাংচুর মামলায় জুয়েল কে আটক করা হয়, বর্তমানে (রিপোর্ট লেখার সময় পর্যন্ত) বাউফল থানা হাজতে আছে। আগামী কাল তাকে পটুয়াখালী কোর্টে প্রেরন করা হবে।
Posted ১২:২৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com