ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি | শুক্রবার, ০৮ মার্চ ২০২৪ | প্রিন্ট | 183 বার পঠিত
৮মার্চ শুক্রবার জুমার নামাজের মধ্যে দিয়ে রাঙামাটি পার্বত্য জেলার কাউখালীতে নীডি ফাউন্ডেশনের উদ্যোগে বা’আলভি’র নবনির্মিত মসজিদ উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ ওয়াহীদুল আলম।
রাঙ্গামাটির কাউখালী উপজেলার পাইন বাগান এলাকায় নীডি ফাউন্ডেশনের নবনির্মিত “মসজিদ বা’য়ালভি”র শুভ উদ্বোধনে নীডি ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোঃ আলম খাঁনের পরিচালনায় এবং ঘাগড়া ইউপি চেয়ারম্যান জনাব মোঃ নাজিমউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা সমাজসেবা অফিসার জনাব শাহাবুদ্দিন হোসাইন। এতে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা সমাজসেবা অফিসার জনাব মিজানুর রহমান ও রাজানগর ইউপির সাবেক চেয়ারম্যান জনাব মোঃ জাহাঙ্গীর আলম।
উম্মাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মুফতি আবুল কালাম আজাদের ইমামতিতে জুম’আর নামাজ আদায়সহ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্পন্ন উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সর্বজনাব সাংবাদিক ওমর ফারুক, এম এ আজম কুতুবী, এইচ এম ইসহাক মেম্বার, মোঃ রায়হান, হাজ্বী মাওলানা মোঃ ইউনুচ, মাওলানা জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ ইয়াছিন, মাওলানা ইবনে কালাম, মাওলানা মুজিবুর রহমান, আরিফুল হাসান, সাইফুল আজিম, শাহেদ খান ও রফিকুল ইসলাম খন্দকার প্রমূখ।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ ওয়াহীদুল আলম স্যারকে নীডি ফাউন্ডেশন এর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ঘাগড়া ইউনিয়নবাসীর পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ উপস্থিত সকল অতিথিকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।
উক্ত অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।
Posted ৪:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com