ইমরান হোসেন (জাকি): | শনিবার, ০৯ মার্চ ২০২৪ | প্রিন্ট | 124 বার পঠিত
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা)আসনের সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে দেশের উন্নয়নের পালে হাওয়া লেগেছে। দেশ ডিজিটাল বাস্তবায়ন হয়ে আজ বঙ্গবন্ধুর সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার চূড়ান্ত স্মার্ট বাংলাদেশর দারপ্রান্তে পৌছেছে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে অবহেলিত কয়রার উপকূলের মানুষের ভাগ্যের উন্নয়নে এ অঞ্চলকে একটি আধুনিক এলাকায় রূপ দেয়ার লক্ষ্যে সকলকে নিয়ে কাজ করছি । আমরা যাঁরা তাঁর অনুগত হয়ে কাজ করছি, সবাই আরও কাজ করতে চাই। তাই উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগ সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখতে হবে।
৯ মার্চ দুপুরে কয়রা উপজেলা পরিষদের হল রুমে কয়রা উপজেলা প্রশাসন আয়োজিত কয়রা পাইকগাছা কৃতি সন্তান ( যারা বাংলাদেশের বিভিন্ন মন্ত্রাণলয়ে উচ্চ পদস্থ কর্মকর্তা) তাদের নিয়ে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় কয়রা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনাসহ উপজেলাকে কি ভাবে আগামীতে সকলে সম্মিলিত ভাবে উন্নয়নে এগিয়ে নেয়া যায় এ বিষয়ে মতামত গ্রহন করা হয়। এ সময় উপজেলার উন্নয়নে বেশ কিছু সুপারিশ উঠে আসে।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বি এম তারিক উজ জামান এর সভাপতিত্বে কয়রা উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব আলম মোস্তফা, বাণিজ্য ও জ্বালানি মন্ত্রণায়ের উপ সচিব আশরাফ হোসেন, দুর্ণীতি দমন কমিশনের পরিচালক শাহীনুজ্জামান, কৃষি মন্ত্রণালয়ের বিএডিসি প্রধান (মনিটরিং) আঃ সাত্তার গাজী, উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, পাইকগাছার নির্বাহী অফিসার আলামিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম মোহসিন রেজা, সাধারণ সম্পাদক নীশিত রঞ্জন মিস্ত্রী, অফিসার ইনচার্জ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন লাভলুসহ উপজেলার বিভিন্ন দপ্তবের প্রধানগণ, ৭ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক ও সুশীল সমাজের লোকজন বক্তব্য রাখেন । এ সময় সকলে কয়রা নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে এ অঞ্চলকে একটি বাসযোগ্য আধুনিক এলাকায় রূপ দেয়ার লক্ষ্যে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে কাজ করার অঙ্গিকার করেন
Posted ১:৪৫ অপরাহ্ণ | শনিবার, ০৯ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com