সাতকানিয়া লোহাগড়া চট্টগ্রাম প্রতিনিধি: | রবিবার, ১০ মার্চ ২০২৪ | প্রিন্ট | 83 বার পঠিত
মাদরাসাতুত তাহফিজ লিল বানিনা ওয়াল বানাত এ পাপড়ী প্রদান ও দোয়া মাহফিল সম্পন্ন।
লোহাগাড়া উপজেলার অন্যতম হিফজখানা মাদরাসাতুত তাহফিজ লিল বানিনা ওয়াল বানাত এ ২জন হাফেজকে পাপড়ী প্রদান উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১০মার্চ, রবিবার, সকাল ১১টায় মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়ার কৃতি সন্তান ও বিশিষ্ট শিক্ষাবিদ ব্যারিষ্টার হামিদ হোসাইন আজাদ।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুশ শাকুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধুনগর ইসলামিয়া কামিল (অর্নাস মাস্টার্স) মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ওসমান গণি, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের রাস্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ আবু তাহের, বিল্ডিং এর মালিক মুহাম্মদ মজিবুর রহমান ও লোহাগাড়া আইডিয়াল স্কুলের নিবার্হী পরিচালক শহিদুল ইসলাম মুন্না সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যারিষ্টার হামিদ হোসাইন আজাদ সুন্দর আয়োজনের জন্য কতৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Posted ৬:২৯ অপরাহ্ণ | রবিবার, ১০ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com