কাজী শামীম কাতারঃ | রবিবার, ১০ মার্চ ২০২৪ | প্রিন্ট | 69 বার পঠিত
রমজান মাস উপলক্ষে নয়শো’র বেশি পণ্যে, দাম কমালো কাতার সরকার। মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় আমল আদায়ের রমজান মাসের শুরুতেই এই সুখবর দিয়েছে কাতারের শিল্প ও বাণিজ্য মন্ত্রনালয়। পণ্যদ্রব্য নির্দিষ্ট করে এনিয়ে একটি মূল্য তালিকা প্রকাশ করেছে দেশটির সরকার।
বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধের কারণে দেশে দেশে অর্থনীতিতে দেখা দিয়েছে অস্থিরতা। একারণে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে খাদ্য পণ্যে। এর মাঝেই, প্রতি বছরের ন্যায় মাহে রমজান উপলক্ষে এবারও মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছে উপসাগরীয় উপদ্বীপ কাতার। রমজান মাস জুড়ে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য কিনতে পারবেন কাতারবাসী। কাতারের শিল্প ও বাণিজ্য মন্ত্রনালয়ের বিবৃতিতে এমনটাই জানিয়েছেন দেশটির সরকার। সরকারের এমন স্বীদ্ধান্তকে স্বাগত জানিয়েছে স্থানীয় ব্যবসায়ি ও সাধারণ মানুষ। গোটা দেশ জুড়ে সরকারের বেধে দেয়া এই মূল্য তালিকা মেনে চলতে বলা হয়েছে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে দোকানিকে গুনতে হবে বড় অংকের জরিমানা, আমাদের সময় প্রতিনিধি’কে এমনটাই জানালেন সিলেট জেলার কাতার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ি আকতার হোসেন। তিনি বলেন,
কাতার সরকারের এই মহৎ ঘোষণায় সর্বসাধারণ সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন প্রয়োজনীয় সকল পণ্য। এছাড়া নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে কোন পণ্য বিক্রি করলে ঐ প্রতিষ্ঠানকে গুনতে হবে প্রায় পঁচিশ হাজার কাতারি রিয়াল। যা বর্তমানে বাংলাদেশি টাকায় প্রায় আট লক্ষ টাকা।
মূল্য ছাড়ের তালিকায় আছে চাল,ডাল,ভোজ্য তেল,হিমায়িত শাক-সবজি,ময়দা,মধু,খেজুর,তরল দুধ ও ডেইরি সামগ্রী,গুঁড়ো দুধ,কন্ডেন্স মিল্ক,পনির,ফলেরজুস,চিনি,কফি ও কফিজাত দ্রব্য,মিনারেল ও বোতলজাত পানি,পাস্তা,শিম,মুরগির মাংস, পোলট্রি জাত দ্রব্য,মাংশ,ডিম,ঘি,লবন, ব্যাক্তিগত গৃহস্থালি পরিচ্ছন্নতা সামগ্রীসহ অন্যান্য প্রয়োজনীয় সব পণ্যদ্রব্য।
কাতারে রয়েছে সল্প আয়ের বাংলাদেশি অনেক শ্রমিক। তাদের জন্য এমন ঘোষণা রমজানের আনন্দকে করেছে দ্বিগুণ।
বাংলাদেশ প্রেসক্লাব কাতার এর সভাপতি আকবর হোসেন বাচ্ছু দৈনিক আমাদের সময়’কে বলেন, কাতার সরকার যেসকল পণ্যে দাম কমিয়ে দিয়েছে এর বেশি অংশে সুফল পাবে আমাদের প্রবাসী
বাংলাদেশিরা। বিশেষ করে যারা সল্প আয়ের প্রবাসী রয়েছেন। এজন্য আন্তরিক ভাবে কাতার সরকারকে ধন্যবাদ জানাই।
বিশ্বের অন্যান্য মুসলিম প্রধান দেশের জন্য
কাতার সরকারের মানবিক এই ঘোষণা উদাহরণ হয়ে থাকবে বলে মনে করেন কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
Posted ৯:২৮ পূর্বাহ্ণ | রবিবার, ১০ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com