শনিবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সোনাহাট স্থলবন্দর- ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়ক যেন মৃত্যু ফাঁদ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ   |   সোমবার, ১১ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   351 বার পঠিত

সোনাহাট স্থলবন্দর- ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়ক যেন মৃত্যু ফাঁদ

ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর হতে কুড়িগ্রাম পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার সড়কটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। দিনে দিনে সড়কে মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। একের পর এক সড়কে সংঘটিত দূর্ঘটনায় মানুষ প্রাণ হারাচ্ছে এবং অনেকে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছে। নিরাপদ সড়ক চেয়ে মিছিল মিটিংসহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারক লিপি প্রেরণ করেও কোন প্রতিকার পাচ্ছেন না এলাকাবাসী।

 

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, গত ২১ জানুয়ারি সকালে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী তালতলা ব্রিজের উপর তিন চাক্কার ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলের মৃত্যু হয়।
গত ৮ ফেব্রুয়ারি বিকেলে ওই সড়কের পাইকেরছড়া ইউনিয়নের কোম্পানি মোড় এলাকায় অবৈধ ভটভটির ধাক্কায় দুইজন নিহত হয়। এর আগে একি সড়কে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহীসহ একাধিক মৃত্যুর ঘটনা ঘটে।
গত ১৩ ফেব্রুয়ারি সকালে ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের পাথারি মসজিদ বাজার এলাকায় মাদ্রাসা পড়ুয়া ছেলেকে খাবার দিতে যাওয়ার সময় হানিফ পরিবহনের একটি বাসের চাপায় মহিজউদ্দিন নামের এক ব‍্যক্তির মৃত্যু হয়।
২২ ফেব্রুয়ারি ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়ক‍ের বাঁশেরতল এলাকায় মাইক্রো ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু ও নারীসহ ৯ জন আহত হয়েছেন। তার মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তদেরকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।একই দিন ওই সড়কের মধ্য কুমারপুর বাজার তেলের পাম্পে মোড়ে অটো রিকশার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লিটা নামের এক মোটরসাইকেল চালক গুরুত্বর আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
২৩ ফেব্রুয়ারি ভূরুঙ্গামারী- কুড়িগ্রাম সড়কে ধরলা সেতুর পাশে ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ‍্যালয়ের দশম শ্রেনির দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।
এর আগে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের আন্ধারিঝাড় বাজারের জাবের মন্ডলের চাতালের সামনে ঢাকাগামী নৈশ কোচের ধাক্কায় ৩ মটরসাইকেল আরোহী ঘটনাস্থলে মারা যান। তারো আগে ওই এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী শালী-দুলাভাই এর মৃত্যু হয়। গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি নৈশ কোচের সাথে আন্ধারিঝাড় বাজারে প্রবেশের আগে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কায় ওই বাসের হেলপার আসাদুল হক ঘটনাস্থলেই মারা যান। গত ৭ ফেব্রুয়ারি দুপুরে ভূরুঙ্গামারীর সোনাহাট সেতুর উপর ট্রাকের ধাক্কায় বাবার বাইসাইকেলের পিছন থেকে ছিটকে পড়ে সানজিদা খাতুন (১২) নামের এক কিশোরীর মৃত্যু হয়।
সর্বশেষ গত ৯ মার্চ রাতে কুড়িগ্রাম -ভূরুঙ্গামারী সড়কের পাটেশ্বরী বাজারে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ভূরুঙ্গামারীগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়।
স্থানীয়রা বলছেন, ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়ক যেন ক্রমশই মরদেহের ভাগাড়ে পরিণত হচ্ছে। রক্তের দাগ শুকাতে না শুকাতেই আরেকটি রক্তের দাগ এসে আরও লাল করে দিচ্ছে পিচঢালা পথ। এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান এলাকাবাসী।
এলাকাবাসী আমজাদ, রবিউল, শাহআলম ও এরশাদুল হক বলেন, রাস্তায় এতো পরিমাণ অটো রিকশা ও তিন চাক্কার ভটভটি বেড়েছে যার কারণে হাটা চলাই মুশকিল। এদেরকে প্রশিক্ষণ ও লাইসেন্স এর আওতায় আনা উচিত। এদের বেপরোয়া গাড়ি চালানোই সড়ক দুর্ঘটনার প্রধান কারণ বলে মনে করেন তারা।
নিহতের স্বজনরা বলছেন, ফিটনেসবিহীন ও অবৈধ যান বৃদ্ধি, অপ্রাপ্ত বয়স্ক , অদক্ষ, প্রশিক্ষণ ও লাইসেন্স বিহীন চালক দিয়ে গাড়ি চালানোর কারণেই এই সড়ক এমন মৃত্যু পুরীতে পরিণত হয়েছে। এতে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।
সোনাহাট ডিগ্রি কলেজের অধ‍্যক্ষ বাবুল আক্তার জানান, সড়কে প্রশাসনের কঠোর তদারকি ও যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া এবং চালক, যাত্রীসহ পথচারীদের সচেতনার মাধ্যমে আমরা সড়কে শৃঙ্খলা আনতে পারি। একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না, তাই আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করি।
কুড়িগ্রাম জেলা পুলিশের ট্রাফিক ইনসপেক্টর বদিউল আনাম বলেন, আমরা এই মহাসড়কে দূর্ঘটনা রোধে কাজ করছি।সড়কে ফিটনেসবিহীন গাড়ী ও চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকায় আমরা তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত মামলা দিচ্ছি।এছাড়া আগামি সাত দিনের মধ‍্যে ভূরুঙ্গামারী টু রায়গন্জ সড়কের মধ‍্যবর্তী জায়গায় পাঁচটি দপ্তরের সমন্বয়ে ট্রাফিক বিষয়ে জনসাধারনকে সচেতন করতে একটি বড় ধরনের প্রোগ্রাম করব।এজন‍্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

Facebook Comments Box

Posted ৯:৪২ পূর্বাহ্ণ | সোমবার, ১১ মার্চ ২০২৪

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com