দিদারুল হৃদয় ,(গুইমারা)খাগড়াছড়ি: | মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ | প্রিন্ট | 226 বার পঠিত
খাগড়াছড়ির গুইমারায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পন্যসহ সকল প্রকার প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী-ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে ভ্রাম্যমান আদালতের মাধ্যেমে অভিযান পরিচালনা করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী ।অভিযানে বাজারের তিনটি দোকান মালিককে এক হাজার টাকা করে তিন হাজার টাকা জরিমানা করেছেন তিনিঁ। এছাড়াও বাজারের অধিকাংশ দোকান পরিদর্শ করেন।
সোমবার (১১মার্চ) বিকালে রমজান উপলক্ষে বাজার স্থিতিশীল রাখার জন্য এই মোবাইল কোর্ট পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী ।
এসময় নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যে মেয়াদ উত্তীর্ণ ও দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকায়, দোকানে মূল্য তালিকা না টাঙানো, রাস্তা দখল করে ব্যবসা করা, পণ্যের মোড়কে খুচরা মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় দন্ড প্রদান করা হয়।
এ সময় গুইমারা থানার পুলিশ সদস্য ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।অভিযান শেষে ইউ এনও রাজীব চৌধুরী বলেন, নিত্যপণ্যের বাজারদর সহনশীল রাখার লক্ষ্যে জনস্বার্থে বাজারে এ অভিযান অব্যহত থাকবে।দ্রব্যমূল্য সহনশীল রাখতে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে।
Posted ৯:৩০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com