ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি: | মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ | প্রিন্ট | 324 বার পঠিত
চবির ভর্তি পরীক্ষার্থীদের জন্য কর্ণফুলী থেকে ফ্রি বাস সার্ভিসের উদ্বোধন।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের জন্য ৫ম বারের মত ফ্রি বাস সার্ভিসের আয়োজন করেছে কর্ণফুলী উপজেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।সম্প্রতি উপজেলার মইজ্জ্যেরটেক এলাকায় এটির উদ্বোধন করেন প্রধান অতিথি ও পৃষ্টপোষক বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম।কর্ণফুলী উপজেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ জাবেদ হোসেন ইমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ ইমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অত্র অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও এলামনাই পরিষদের সদস্য কামরুল ইসলাম পাভেল, মোহাম্মদ সাইফুদ্দিন, হুজ্জাতুল ইসলাম, এডভোকেট আব্দুল হালিম, কামরুল ইসলাম বাবু, হাসান মারুফ ফাহিম।
অভিভাবকদের পক্ষে উপস্হিত ছিলেন জুলধা ইউনিয়নের কাজী মুহাম্মদ এহসান।সংগঠনটির সভাপতি মুহাম্মদ জাবেদ হোসেন ইমন বলেন, গত ৫ বছর যাবৎ সংগঠনের উদ্যোগে বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলমের পৃষ্টপোষকতায় এ সার্ভিসটি দেওয়া হচ্ছে।শুক্রবার “বি” ইউনিট ভর্তি পরীক্ষায় ৮৭ জন ভর্তি পরীক্ষার্থীদের জন্য ২টি বাস সহযোগে পরীক্ষার্থীদের অত্র অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের মাধ্যমে স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।
পরবর্তী পরিক্ষাগুলোতেও মইজ্জারটেক থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বাসগুলো ছেড়ে যাবে এবং পরিক্ষা শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মইজ্জারটেক পরিক্ষার্থীদের নিয়ে আসা হবে। ইতোমধ্যে কর্ণফুলী উপজেলা থেকে ২০২৩ -২৪ শিক্ষাবর্ষে ৪ ইউনিটে মোট ২০৬ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন।
Posted ৬:৫৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com