ইবি প্রতিনিধি : | বুধবার, ১৩ মার্চ ২০২৪ | প্রিন্ট | 1093 বার পঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কুড়িগ্রাম জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নুরনবী সরকার নীরব সভাপতি এবং গণিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের তানভীর হীরক সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
রোববার (১০ মার্চ) সংগঠনটির উপদেষ্টা ও ফোকলোর স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. এরশাদুল হক এবং ভুগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি ইনজামুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। ৯৫ সদস্যবিশিষ্ট এই কমিটি আগামী ১ বছরের জন্য দায়িত্ব পালন করবে।
Posted ১০:১৫ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com