গাইবান্ধা প্রতিনিধি: | বুধবার, ১৩ মার্চ ২০২৪ | প্রিন্ট | 624 বার পঠিত
ছবিতে যে মানুষগুলোকে দেখছেন তারা ট্রাফিক পুলিশ। রমজান মাসে তারা অবিরাম চেষ্টা করে থাকেন যাতে ,এদেশের মানুষ তাদের পরিবারের সাথে সঠিক সময়ে ইফতার করতে পারেন। কিন্তু তাদের রোজা শেষ হয় রাস্তায় ,একহাতে পানির বোতল আর অন্য হাতে সিগন্যাল ধরে। তবে দিন শেষে তারা তৃপ্তি পান এই ভেবে যে তারা সবাইকে সঠিক সময়ে ঘরে যেতে সহযোগিতা করতে পারেছেন।
পবিত্র রমজান মাসে সন্ধ্যা নামার আগে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে রাস্তায় ব্যস্ত ট্রাফিক পুলিশের সদস্যরা। তাদের লক্ষ্য, ইফতারের আগে নগরীর মানুষ যেন নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছে প্রিয়জনদের নিয়ে একসঙ্গে ইফতার করতে পারেন। অথচ এই দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যদের প্রিয়জনদের সঙ্গে ইফতার করা সম্ভব হয় না। যার কারণে পথেই ইফতার সারতে হচ্ছে তাদের, তাও আবার অল্প সময়ের মধ্যে।
ট্রাফিক-উত্তর, রংপুর মেট্রোপলিটন এলাকার প্রতিটি মোড়ে মোড়ে এই চিত্র দেখা যায়। নিজের দায়িত্ব পালন করতে গিয়ে পরিবারের সঙ্গে ইফতার করতে না পারলেও খুব একটা দুঃখ নেই এই পুলিশ সদস্যদের। তাদের ভাষ্য, বাবা-মা, স্ত্রী, সন্তানের বাইরে সব পুলিশ সদস্যরাও একটি বড় পরিবার। কম সময় হলেও এই পরিবার মিলে ইফতারি করার মধ্যে আনন্দ রয়েছে।
বেশ কয়েকটি মোড় দেখা গেছে, ডিউটিতে থাকা ট্রাফিক পুলিশের সদস্যদের ইফতারের জন্য আলাদা বরাদ্দ রয়েছে। সে বরাদ্দের মধ্যে থাকে খেজুর, ছোলা, মুড়ি, বেশ কয়েকটি ইফতার আইটেমসহ একটি করে পানির বোতল।
দায়িত্বে থাকা এসি ট্রাফিক-উত্তর জয়ন্ত কুমার সেন বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ, হিসেবে আমি সৌভাগ্যবান যে আমি তাদের সাথে ইফতারে অংশগ্রহণ করতে পেরেছি। তিনি আরো বলেন, বিশেষ কৃতজ্ঞতা ডিসি (ট্রাফিক) জনাব মো: মেনহাজুল আলম ,পিপিএম স্যারের প্রতি , স্যারের সক্রিয় অংশগ্রহণ ,দিকনির্দেশনা আমাদের সবসময় অনুপ্রেরণা যোগায়।
রমজানের শুরু থেকে বিকাল বেলায় রাস্তায় অতিরিক্ত যানবাহন ও যাত্রীদের চাপ থাকে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের দায়িত্বশীলরা। ঘরমুখো মানুষের ফেরার পথে যানজট নিরসন করে সন্ধ্যা ছয়টার মধ্যে যেন মানুষ বাড়ি ফিরতে পারেন সে ব্যবস্থা নিয়েছে ডিসি (ট্রাফিক) মো: মেনহাজুল আলম ,পিপিএম রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
ডিসি (ট্রাফিক) মো: মেনহাজুল আলম বলেন, ‘রমজান উপলক্ষে রংপুর নগরীতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। যানজট সহনীয় পর্যায়ে রাখতে। রংপুর মেট্রে যানজট নিরসন ও অফিস ফেরত মানুষদের চলাচল স্বাভাবিক করতেও বারতি পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরো জানিয়েছেন, নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে বিকাল তিনটা থেকে সিনিয়র অফিসারদের মাঠে থেকে দায়িত্ব পালন করার নির্দেশ দেয়া হয়েছে।
Posted ১০:১৬ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com