মোঃ সিরাজুল মনির চট্টগ্রাম থেকে | বুধবার, ১৩ মার্চ ২০২৪ | প্রিন্ট | 97 বার পঠিত
আগামি ১৫ই মার্চ ২০২৪ইং বিশ্ব ভোক্তা অধিকার দিবস। দিবসটি পালনে এবারের প্রতিপাদ্য বিষয় “স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি”। দিবসটি পালন উপলক্ষে ১৫ মার্চ ২০২৪্ইং সকাল ১০.০০ ঘটিকার সময় জেলা প্রশাসন চট্টগ্রাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর চট্টগ্রাম বিভাগ ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) চট্টগ্রাম বিভাগের উদ্যোগে নগরীর চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগের সুযোগ্য বিভাগীয় কমিশনার জনাব তোফায়েল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব কৃষ্ণ পদরায় বিপিএম(বার), পিপিএম, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক(ডিআইজি) জনাব নুরে আলম মিনা, দি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট জনাব ওমর হাজ্জাজ ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বিশেষ অতিথি এবং চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সভাপতিত্ব করবেন।
অনুষ্ঠানে ক্যাব সদস্য/সদস্য, ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, নারী ও পেশাজীবি নেতৃবৃন্দসহ সংস্লিষ্ঠ সকলকে যথাসময়ে যোগদানের জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক জনাক ফয়েজউল্যাহ, ক্যাব বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব চট্টগ্রাম মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু ও সাধারন সম্পাদক অজয় মিত্র শংকু বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।
Posted ১১:৫৩ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com