বৃহস্পতিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পবিত্র রমজান মাসে দেশে নিরব দুর্ভিক্ষ চলছে

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   186 বার পঠিত

পবিত্র রমজান মাসে দেশে নিরব দুর্ভিক্ষ চলছে

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, পবিত্র রমজান মাসে মানুষ একটু স্বস্তিকর পরিবেশে রোজা রাখবে, এমনটাই আশা করে। কিন্তু দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ অসহায় হয়ে পড়েছেন। বাজারে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম বেড়েই চলেছে। অসহায়, হতদরিদ্র এবং দিনমজুর মানুষেরা অতিকষ্টে জীবনযাপন করছে। মুনাফালোভী ব্যাবসায়ীর বিরুদ্ধে সরকারী উদাসীনতার কারণে তারা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে।

সরকারের মন্ত্রী এমপিরা তাদের ব্যবসায়ীক স্বার্থে বাজারকে অস্থিতিশীল করার পিছনে ইন্ধন দিচ্ছে। কারণ, সিন্ডিকেটবাজরা সবাই সরকারের আশ্রিত। সরকার চোরকে বলছে চুরি করতে, আবার গৃহস্থকে বলছে চোর ধরতে।বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সরকার। পবিত্র রমজান মাসে দেশে নিরব দুর্ভিক্ষ চলছে। এক ভয়ংকর অনিশ্চয়তা ঘিরে ফেলেছে জনজীবনকে।

তিনি বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে দক্ষিণ হালিশহর সিমেন্স হোস্টেলস্থ বায়তুর রায়হানে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইপিজেড থানা বিএনপির উদ্যোগে ও থানা বিএনপির সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্যের মূল্যবৃদ্ধিকারী অতি মুনাফালোভী ব্যবসায়ীদের শাস্তির আওতায় এনে লাগাম টেনে ধরার আহবান জানান।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, আমীর খসরু মাহমুদ চৌধুরীর সন্তান ইস্রাফিল খসরু মাহমুদ চৌধুরী।

আবুল হাশেম বক্কর বলেন, রোজা শুরুর আগে থেকেই বাজার অস্থিতিশীল করেছে মুনাফা শিকারি চক্রগুলো। তারা নানা ভিত্তিহীন অজুহাতে পণ্যের দাম বাড়িয়ে মানুষের পকেট কাটছে। বাজারে তাদের অপতৎপরতা চলছে নানা কৌশলে। তার পরিণামে দুর্ভোগ নেমে আসছে স্বল্প আয়ের মানুষদের জীবনে। আয়ের পথ বন্ধ হয়ে এমনিতেই সাধারণ মানুষের জীবনযাত্রা করুণ হয়ে উঠেছে, তার সাথে বাজারে অতি মুনাফা লোভীদের অপতৎপরতা অব্যাহত থাকলে সামনের পরিস্থিতি আরো দুর্বিষহ হবে।

আলহাজ্ব এম এ আজিজ বলেন, বর্তমানে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে সাধারণ মানুষ অসহায়। প্রত্যেকটি জিনিস এই ভরা মৌসুমে বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এই দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী নীতির প্রকাশ। জনগণের নির্বাচিত সরকার থাকলে এই ধরনের সীমাহীন দাম বৃদ্ধি পেতো না। এই দাম বৃদ্ধির পেছনে আওয়ামীলীগের অনৈতিক সিন্ডিকেট কাজ করছে।

ইপিজেড থানা বিএনপির সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান খান, ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আব্বাস আলী, জাহাঙ্গীর আলম, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মো. হোসেন টিটু, থানা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মিজান হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান, সদস্য ফখরুল ইসলাম, থানা যুবদলের সি. যুগ্ম আহ্বায়ক মো. দিদার, থানা ছাত্রদলের আহ্বায়ক মো. শাহেদ, যুগ্ম আহ্বায়ক মো. হৃদয়, অঙ্গ সংগঠনের মো. হাসান, আব্বাস উদ্দিন, মো. মুজিব, এবাদুল হক, মো. শাহজাহান, সাজ্জাদ হোসেন, রনি, জনি, মেহেদি, মো. আলমগীর, আসাদ, মানিক, মো. আরিফ প্রমূখ।

Facebook Comments Box

Posted ২:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com