বশেমুরবিপ্রবি প্রতিনিধি : | বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ | প্রিন্ট | 95 বার পঠিত
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কর্মকর্তাদের সংগঠন ডিরেক্ট অফিসার্স এসোসিয়েশন এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মিকাইল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে এইচ এম রহমত উল্লাহ বিজয়ী হয়েছেন।
গত ০৬ মার্চ ডিরেক্ট অফিসার্স এসোসিয়েশন এর নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়। উক্ত তফসিল অনুযায়ী গত ১১ মার্চ মোট ৩০ (ত্রিশ)টি মনোনয়ন ফরম বিক্রি হয়। উক্ত বিক্রিত ৩০ (ত্রিশ)টি মনোনয়ন ফর্মের মধ্যে প্রাপ্ত মনোনয়ন ফর্ম যাছাই-বাছাই করে নিয়মানুযায়ী প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। ১২ মার্চ ১৫ (পনেরো)টি মনোনয়ন ফর্ম জমা পড়ে এবং ১৪ মার্চ কোন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেনি। এমতাবস্থায় প্রত্যেক পদে একক প্রার্থী থাকায় প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচনি কমিশনার মোহাম্মদ নাছিরুল ইসলাম।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন,সহ-সভাপতি-১ ফারজানা ইসলাম,সহ সভাপতি-২ শেখ মশিকুর রহমান,যুগ্ম সাধারন সম্পাদক-১ এস এম মাহাবুবুল হাসান,যুগ্ম-সাধারন সম্পাদক-২মোহাম্মদ আবুল কাশেম,অর্থ সম্পাদক আতিয়ার রাসুল,প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুমিত,দপ্তর সম্পাদক ফাহাদুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক মিঠুন ঠিকাদার,কার্যনির্বাহী সদস্য সরাফত খান,তরিকুল ইসলাম,মোঃ আব্দুল কাদের শাকিল,মোঃ তারেকুর রহমান,তৌকির আহমেদ চৌধুরী।
Posted ৫:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com