সাগর হোসাইন, বদলগাঁছী, নওগাঁ প্রতিনিধিঃ | শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ | প্রিন্ট | 653 বার পঠিত
বদলগাছীতে স্কুলের সামনে প্রধান শিক্ষককে মারপিটের প্রতিবাদে শিক্ষকরা মানববন্ধন করেছে এবং থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলার নালুকাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল ইসলাম জানায় তাঁর বিদ্যালয়ে পলি পারভীন নামে নতুন একজন শিক্ষিকা যোগদান করেছে। সকালে স্কুলে যাওয়ার পথে স্কুলের সামনে বসবাসরত অপর স্কুল শিক্ষিকা সারমিন সুলতানার মেয়ে পলি পারভীনকে গালিগালাজ করে। স্কুলে গিয়ে পলি বিষয়টি প্রধান শিক্ষককে অবগত করে। প্রধান শিক্ষক রশিদুল অন্যান্য মিক্ষকদের সঙ্গে নিয়ে কেন গালিগালাজ করা হচ্ছে জানতে গেলে শিক্ষিকা সারমিন সুরতানার স্বামী তোয়াব হোসেনের সাথে রশিদুলের তর্কবিতর্ক হয়। এক পর্যায় রশিদুলকে লাঠি দিয়ে মারপিট শুরু করে তোয়াব। খবর পেয়ে শিক্ষক সমিতির নেতাকর্মিরা ছুটে যায় ঘটনাস্থলে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেন প্রধান শিক্ষককে মারা হলো জানতে চাইলে তোয়াব জানায় বাড়ীতে কুকুর যাচ্ছিল, কুকুর তারাতে আমার মেয়ে ছেই ছেই বলেছে। শিক্ষিকা পলিকে উদ্দেশ্য করে বলেনি। তাকে গালি গালাজ ও করেনি। সহকারী শিক্ষক পলি পারভীন জানায় আমি তাদের বাড়ীর কাছে গেলে আমাকে লক্ষ্য করে বলছে ছেই কুকুর ছেই। সব কুকুর এসে এখানে জমা হচ্ছে। প্রধান শিক্ষক রশিদুল জানায় সারমিন সুলতানা নালুকাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিল। একটি ট্রেনিং সংক্রান্ত বিষয়ে ৩ বছর পূর্বে তোয়াব তাঁর স্ত্রী শিক্ষিকা সারমিন সুলতানার পক্ষ নিয়ে স্কুলে মারামারি করতে আসে। ঐ সময় তদন্ত সাপেক্ষে অপরাধ প্রমানিত হলে সারমিনকে অন্যত্র বদলি করে দেয় কর্তৃপক্ষ। তার রেশ ধরেই সারমিন সুলতানার পরিবার গালিগালাজসহ হুমকী ধামকি দিয়ে আসছিল। পূর্ব শত্রæতার জের ধরেই আজকে গালিগালাজ এবং হামলা করেছে। এ বিষয়ে রশিদুল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। শিক্ষককে মারপিটের প্রতিবাদে ও অপরাধীকে গ্রেপ্তারের দাবী জানিয়ে ঐ দিন বিকালে উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে মানববন্ধন করেছে। থানা অফিসার ইনচার্জ মো, মাহবুবুর রহমান বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো, আমিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
Posted ৬:৩৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com