শুক্রবার ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ইসমাইল ইমন চট্টগ্রাম:   |   শনিবার, ১৬ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   118 বার পঠিত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স দামপাড়াস্থ সদর দপ্তরের কনফারেন্স হলে সিএমপির ফেব্রুয়ারি -২০২৪ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ১৬ মার্চ শনিবার অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (অ্যাডিশনাল আইজিপি)কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।সভায় শুরুতে সিএমপি কমিশনার সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জ্ঞাপন করেন। তার বক্তব্যে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই ধারা অব্যাহত রাখার জন্য সকল থানা ও বিভাগকে যৌথভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন।

তিনি সকল জোনের ডিসিদের তাদের আওতাধীন এলাকায় মাদক ও ছিনতাই প্রতিরোধে অধিকতর তৎপর হতে বলেন। রুজুকৃত মামলা ও অভিযোগসমূহের দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশি সেবা নিশ্চিত করতে নির্দেশ দেন। এছাড়াও ট্র্যাফিক বিভাগকে আরো গতিশীল হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

এসময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার ( ট্র্যাফিক)মাসুদ আহাম্মদ, বিপিএম-সেবা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।মাসিক অপরাধ পর্যালোচনা সভায় গত ফেব্রুয়ারিত-২০২৪ মাসে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতার,জাল নোট উদ্ধার ও আসামি গ্রেফতার, মাদক উদ্ধার ও আসামি গ্রেফতার, চোরাই মোটরসাইকেল উদ্ধার ও আসামি গ্রেফতার,বিলুপ্ত প্রজাতির বন্যপ্রাণী (লজ্জাবতী বানর) উদ্ধার ও আসামি গ্রেফতার , অস্ত্র, গুলি উদ্ধার ও আসামি গ্রেফতার, পাকিস্তান ও ইন্দোনেশিয়ান হ্যাকারদের যোগসাজশে আইএমইআই নাম্বার পরিবর্তনকারী চক্রকে গ্রেফতার , গার্মেন্টেস এর চোরাইকৃত কাপড়ের রোল উদ্ধার ও আসামি গ্রেফতার, খুন মামলার মূল রহস্য উদ্ঘাটন, চোরাই মোটরসাইকেল উদ্ধার ও মাদক উদ্ধার সহ আসামি গ্রেফতার, চোরাই ৩৪১ কেজি গুঁড়ো দুধ, স্বর্ণ ও মালামাল উদ্ধার ও আসামি গ্রেফতার , ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার ও আসামি গ্রেফতার, আত্মসাৎকৃত নগদ টাকা উদ্ধার ও আসামি গ্রেফতার, চোরাই ৫৫ ভরি স্বর্ণ আসামিসহ গ্রেফতার, চোরাই ট্রাক ও মালামাল উদ্ধার ও আসামি গ্রেফতার, মাদক উদ্ধার ও আসামি গ্রেফতার, ১১টি বন্যপ্রাণী (তক্ষক) উদ্ধার ও আসামি গ্রেফতার ও ভালো কাজের জন্য বিভিন্ন ক্যাটেগরিতে সকল স্তরের ৩৭ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।ফেব্রুয়ারি ২০২৪ মাসে শ্রেষ্ঠ বিভাগের ডিসি হিসেবে নির্বাচিত হয়েছেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (পশ্চিম)নিহাদ আদনান তাইয়ান, এবং শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হিসেবে নির্বাচিত হয়েছেন সিএমপির পাহাড়তলী জোন)এর সহকারী পুলিশ কমিশনার মো: মঈনুর রহমান,শ্রেষ্ঠ থানা-আকবরশাহ ( গোলাম রব্বানী, পুলিশ পরিদর্শক ) ; গোয়েন্দা বিভাগের শ্রেষ্ঠ টিম মো. মনির হোসেন, পুলিশ পরিদর্শক (নিঃ), ডিবি-পশ্চিম, সিএমপি, চট্টগ্রাম; শ্রেষ্ঠ এসআই-১ম এসআই (নিঃ) মো: আব্দুল্লাহ, বায়েজিদ বোস্তামী থানা, সিএমপি, চট্টগ্রাম; শ্রেষ্ঠ এসআই-২য় এসআই (নিঃ) আনোয়োর হোসেন, বাকলিয়া থানা, সিএমপি, চট্টগ্রাম; শ্রেষ্ঠ এএসআই-১ম এএসআই (নিঃ) সোহেল আহমেদ, পাঁচলাইশ থানা, সিএমপি, চট্টগ্রাম; শ্রেষ্ঠ এএসআই-২য় এএসআই (নিঃ) রাজীব দে, খুলশী পুলিশ ফাঁড়ি, খুলশী থানা, সিএমপি, চট্টগ্রাম; শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এসআই এসআই (নিঃ) মো: আব্দুল্লাহ, বায়েজিদ বোস্তামী থানা, সিএমপি, চট্টগ্রাম; শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই এএসআই (নিঃ) সোহেল আহমেদ, পাঁচলাইশ থানা, সিএমপি, চট্টগ্রাম; শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার এসআই (নিঃ) সৈয়দ মাইন উদ্দিন আহাম্মদ ফয়সাল, পাহাড়তলী থানা, সিএমপি, চট্টগ্রাম; শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই (নিঃ) সুফল কুমার দাস, পাহাড়তলী থানা, সিএমপি, চট্টগ্রাম; শ্রেষ্ঠ চোরাইগাড়ী উদ্ধারকারী অফিসার এসআই (নিঃ) আনোয়োর হোসেন, বাকলিয়া থানা, সিএমপি, চট্টগ্রাম।

Facebook Comments Box

Posted ১:৩৫ অপরাহ্ণ | শনিবার, ১৬ মার্চ ২০২৪

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com