ইবি প্রতিনিধি: | রবিবার, ১৭ মার্চ ২০২৪ | প্রিন্ট | 93 বার পঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাতক্ষীরা জেলার অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে ইফতার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
রবিবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সভাপতি আবু সোহান।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি আবু সোহান, সাধারণ সম্পাদক রাকিব হোসেন রেদওয়ান, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুর সহমান আসিফ, যোবায়ের হোসেন, আল-মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক রাকিব হোসেন রেদওয়ান বলেন, আঞ্চলিক এই সম্প্রীতির বন্ধন অটুট থাকুক সবসময়। শধুমাত্র ইফতার মাহফিল ও নবীন বরণ নয়, বছরব্যাপী নানা কর্মসূচীতে অংশগ্রহণ করে এগিয়ে থাকতে হবে।
Posted ৪:৩৯ অপরাহ্ণ | রবিবার, ১৭ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com