ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ | রবিবার, ১৭ মার্চ ২০২৪ | প্রিন্ট | 90 বার পঠিত
বঙ্গবন্ধুর জন্মদিন শিশুর হৃদয় হোক রঙ্গিন’ এই প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
রবিবার উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানে ম্যুরালে পুস্পস্তবক অর্পণ মাধ্যমে দিবসটি পালন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানে জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রামান্য চিত্র,রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী এসময় আরও উপস্থিত ছিলেন ওসি রুহুল আমিন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আবু সাজ্জাদ মোঃ সায়েম, উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাহমিদুল ইসলাম , ভূরুঙ্গামারী মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃমহির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলমগীর মন্ডল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক – ছাত্র ছাত্রী সহ রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Posted ৭:৫০ পূর্বাহ্ণ | রবিবার, ১৭ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com