রামগঞ্জ প্রতিনিধি: | রবিবার, ১৭ মার্চ ২০২৪ | প্রিন্ট | 149 বার পঠিত
লক্ষ্মীপুরের রামগঞ্জে এসএসসি পরীক্ষা দিতে যাওয়া এক ছাত্রীকে (১৬) নিয়ে উধাও হয়েছেন শাহাদাত হোসেন বিপুল (৩০) নামে এক সহকারী শিক্ষক। এই ঘটনায় শিক্ষকের সঙ্গে পালিয়ে যাওয়া মেয়েটির মা তাহমিনা ও বোনের বিরুদ্ধে বান্ধবীকে মারধরের অভিযোগ উঠেছে। (১৬ মার্চ) শনিবার দুপুরে রামগঞ্জ এম ইউ সরকারি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় বান্ধবীর মা বাদী হয়ে রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত বুধবার বিকালে এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা শেষে রামগঞ্জ এম ইউ সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে শিক্ষার্থী মোহনাসহ উধাও হন শিক্ষক শাহাদাত হোসেন বিপুল (৩০)। তিনি করপাড়া শাহ জকি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় বিভাগের শিক্ষক। ওই ইউনিয়নের ভাটিয়ালপুর গ্রামের ছোট জমাদ্দার বাড়ির খসরু মিয়ার ছেলে। পালিয়ে যাওয়া নিয়েই হয় বিপত্তি, শনিবার পরীক্ষা কেন্দ্রে এসে মোহনার মা ও বোন বান্ধবীকে মারধর করেন।
মার খাওয়া বান্ধবীর মা জানান, একই এলাকায় থাকার কারণে মোহনা ও আমার মেয়ে একসঙ্গে স্কুলে যেত। সবাই জানত যে মোহনার সাথে শিক্ষকের সম্পর্ক ছিল কিন্তু তারা উদ্দেশ্যমূলকভাবে আমার মেয়েকে সন্দেহ করে মারধর করেছে। আমার মেয়ে কিছুই জানে না। আমি এর বিচার চাই।
মারধরের কথা স্বীকার করে মোহনার মা জানান, গত বুধবার পরীক্ষা দিতে দুজনে একসঙ্গে স্কুলে গিয়েছিল। বিকেল পর্যন্ত বাড়িতে না আসায় বান্ধবীকে জিজ্ঞাসা করলে সে কিছু জানেন বলে অস্বীকার করে। সন্ধ্যা পর্যন্ত আমার মেয়ে বাড়িতে না আসায় পরে লোকজনের কাছে শুনতে পাই যে তার শিক্ষক তাকে নিয়ে পালিয়ে গেছে।
এ ঘটনায় পালিয়ে যাওয়া শিক্ষক শাহাদাত হোসেন বিপুলের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, শিক্ষকের সঙ্গে ছাত্রী পালিয়ে যাওয়ার ঘটনা ও মারধরের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ২:৩০ অপরাহ্ণ | রবিবার, ১৭ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com