অনিরুদ্ধ সাজ্জাদ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: | সোমবার, ১৮ মার্চ ২০২৪ | প্রিন্ট | 92 বার পঠিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। হোটেলে অতিরিক্ত দামে পঁচা খাবার পরিবেশনের অভিযোগে শিক্ষার্থীদের উপর ছড়াও হয় স্থানীয়রা। এসময় বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অবস্থিত বিভিন্ন মেস ও ছাত্রীদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল ও শিক্ষক কোয়ার্টারে ইট পাটকেল নিক্ষেপ করে হামলা চালায় তারা।
১৭ মার্চ (রোববার) ইফতারে পঁচা-বাসি খাবার পরিবেশনের অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের ২নং গেটে অবস্থিত সারেং হোটেলের নামে। অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের প্রতিবাদ করলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বাকবিতন্ডা এবং একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে ওই হোটেলের কর্মচারীরা। এক পর্যায়ে বিষয়টি অবগত হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন এবং সমাধানের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের ফিরিয়ে আনেন।
পরবর্তীতে রাত ১১টায় স্থানীয়রা সংঘবদ্ধ আক্রমণের প্রস্তুতি নিলে পাল্টা ধাওয়া করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় হোটেলের আসবাবপত্র ভাঙচুর করে শিক্ষার্থীরা। ঘটনায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় স্থানীয়রা। এ হামলায় একাধিক শিক্ষার্থীর আহতের ঘটনা জানা গেছে। উত্তেজিত হয়ে শিক্ষার্থীরা ফের হামলা চালায় ও কয়েক দফা উক্ত হোটেল ভাঙচুর করে। পরে ত্রিশাল থানা পুলিশ, প্রক্টরিয়াল বডির সদস্য ও অন্যান্য শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন।
উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। হোটেল নিয়ে সমস্যা তৈরি হয়েছে সেটি দেখার দায়িত্ব আমার। আমরা নিজেরা যাতে নিজেদের হাতে আইন না তুলে নেই। এই ধরনের ইস্যুতে আমার নিজের মনিটরিং থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও স্থানীয় জনগণের সকলকে শান্তিপূর্ণ অবস্থানে থাকার আহ্বান জানাচ্ছি।
এ বিষয়ে প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় পুলিশ সবাই উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে অস্বাস্থকর পঁচা বাসী খাবার খাইয়ে আসছে হোটেলগুলো। মাছি, শামুক, পাথর মারবেল অনেক কিছুই পাওয়া যাচ্ছে খাবারে। গন্ধযুক্ত খাবার নিয়ে অভিযোগ করলে বলা হয় আপনার নাকে সমস্যা আছে। এছাড়াও অতিরিক্ত দামে খাবার খেতে হয় শিক্ষার্থীদের। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ডাইনিং এর খাবারের মান নিয়েও অভিযোগ করেন শিক্ষার্থীরা।
Posted ৭:৪৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com