নুরুল কবির সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি | সোমবার, ১৮ মার্চ ২০২৪ | প্রিন্ট | 84 বার পঠিত
চট্টগ্রাম সাতকানিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০২৪ পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়।
রবিবার (১৭মার্চ) সকালে উপজেলা চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, বেলুন ও পায়রা উড়ানো হয়। উক্ত আলোচনা সভায় সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস এর সভাপতিত্বে, প্রধান অথিতি সাতকানিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আণ্জুমান আরা বেগম। আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া লোহাগাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব শিবলী নোমান মহোদয়, সাতকানিয়া থানার অফিসার ইনসার্চ(ওসি)প্রিটন সরকার,সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী,সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মাহফুজউন নবী খোকন,চট্রগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুরুল আবছার, সাতকানিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ইদ্রিস প্রমুখ।
Posted ৩:৫৬ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com