সাগর হোসাইন, নওগাঁ প্রতিনিধিঃ | মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ | প্রিন্ট | 93 বার পঠিত
গত (১৮ এ মার্চ সোমবার) নওগাঁ জেলা প্রশাসক হলরুমে সুইজারল্যান্ডের আর্থিক সহযোগিতায় রূপান্তরিক কারিগরি সহায়তা এবং ডেমোক্রেসিওয়াচ এর বাস্তবায়নে আস্থা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
এই সময় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রশাসক গোলাম মাওলা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সোহেল রানা, আব্দুল্লাহ আল মামুন অতিরিক্ত জেলা প্রশাসক, মু: জাবেদ ইকবাল উপ-পরিচালক,যুব উন্নয়ন অধিদপ্তর, নূর মোহাম্মদ উপ-পরিচালক জেলা সমাজসেবা অধিদপ্তর, ইসরাত জাহান উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং জেলার সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও যুব ফোরামের সদস্যসহ জেলার ৪৫ জন অংশগ্রহণকারী সভায় উপস্থিত ছিলেন।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, ডেমক্রেসিওয়াচ এর ফাইন্যান্স ডিরেক্টর, আশরাফুজ্জামান সরকার , ক্লাস্টার কো-অর্ডিনেটর মহিউদ্দিন মঈন,ডিস্ট্রিক কো-অর্ডিনেটর কামাল হোসেন শাহ্, মনিটরিং ও রিপোর্টিং কোঅর্ডিনেটর জাহাঙ্গীর আলম এবং সিনিয়র ফিল্ড অফিসার রিমা আক্তার সহ আরও অনেকই।
এই সময় বক্তারা বক্তব্যে বলেন, দেশের ১৮টি জেলায় ১৪৭টি উপজেলায় আস্থা প্রকল্প বাস্তবায়ন করছেন। বাংলাদেশ সরকারের মূল পরিকল্পনা হলো কেউ পিছিয়ে থাকবে না। সেই উদ্দেশ্য নিয়ে আস্থা প্রকল্পের বাস্তবায়ন করতে যে কোন ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের যুবরা এই প্রকল্পে যুক্ত হতে পারবে। এছাড়া আস্থা প্রকল্প একজন যুবকে দায়িত্ব বা নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। যুবদের ক্ষমতায়নের মূল সূত্র হলো নিজের অধিকার,দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হওয়া। পাশাপাশি যুবদের ক্ষমতায়ন,অংশগ্রহণ ও চেতনা সমৃদ্ধ করে যুব অন্তর্ভুক্তির মাধ্যমে মূল উন্নয়ন ধারায় যুবদের অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে। যুব পলিসি তৈরি ও পাঠ্য পুস্তকে নতুন কার্যক্রম তৈরি করার সময় যুবদের সম্পৃক্ত করতে হবে,এতে করে তাদের শিখার আগ্রহ বিকশিত হবে। চাকুরীর ক্ষেত্রে যুবরা বিশেষ করে প্রান্তিক যুবরা অনেক পিছিয়ে আছে। যুবদেরকে বাংলাদেশের ঐতিহ্য,সংস্কৃতির সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যম তৈরি করতে হবে।বাংলাদেশ সরকারের মূল পরিকল্পনা হলো কেউ পিছিয়ে থাকবে না।
সেই উদ্দেশ্য নিয়ে আস্থা প্রকল্পের বাস্তবায়ন করতে যে কোন ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের যুবরা এই প্রকল্পে যুক্ত হতে পারবে। এছাড়া আস্থা প্রকল্প একজন যুবকে দায়িত্ব বা নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। এছাড়াও নির্বাচন অংশগ্রহণমূলক করতে ভোটারদের ভোটকেন্দ্রে আসার জন্য এবং প্রান্তিক জনগোষ্ঠীর ও সকলের গণতান্ত্রিক অধিকার ফিরে আনার জন্য উক্ত এনজিও টি সর্বাত্মকভাবে কাজ করে যাবেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মাওলা দিকনির্দেশনা দিয়ে বলেন, নওগাঁ জেলায়
এনজিওসমূহ তাদের সংবিধান অনুযায়ী সমাজ উন্নয়নে কাজ করবেন। এতে ন্যায়ের পথে কখনো কোনো বাঁধ প্রতিবন্ধকতা সৃষ্টি হলে জেলা প্রশাসকের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। পাশাপাশি এসব এনজিওসমূহ সঠিক পথে কাজ করে যাবেন এমন আশা প্রকাশ করেন তিনি। বর্তমান যুবকরা অনেক খারাপ দিকে ধাবিত হচ্ছে। তাদেরকে সেই পথ থেকে ফিরে আনার জন্য অবশ্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যুবকদের জন্য এ ধরনের প্রকল্প নিয়ে আসার জন্য ডেমক্রেসিওয়াচ ধন্যবাদ জানান তিনি।
Posted ১:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com