নুরুল কবির।সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি: | মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ | প্রিন্ট | 122 বার পঠিত
চট্টগ্রামের সাতকানিয়ার শীর্ষ সন্ত্রাসী খোরশেদ আলম প্রকাশ পাগলা খুইশ্যাকে গ্রেফতার করেছে র্যাব-৭।
র্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রে খবর পেয়ে পলাতক আসামি খোরশেদ আলম প্রকাশ পাগলা খুইশ্যাকে গ্রেফতারে ১৮ মার্চ সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের পটিয়া থানাধীন রশিদাবাদ এলাকায় অভিযান চালায় র্যাব-৭ এর একটি আভিযানিক দল।
গ্রেফতারকৃত খোরশেদ আলম প্রকাশ পাগলা খুইশ্যা সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের ছোট ঢেমশা গ্রামের মৃত আমিনুর রশিদের ছেলে। সে আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।
গ্রেফতারকৃত খোরশেদ আলম এর বিরুদ্ধে সাতকানিয়া থানায় হত্যা, হত্যাচেষ্টা, চুরি এবং নাশকতাসহ ১৫টি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনে তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
Posted ৬:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com