মোঃ শাফায়াত হোসেন (ইউআইটিএস প্রতিনিধি): | বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ | প্রিন্ট | 149 বার পঠিত
ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবনিযুক্ত বিভাগীয় প্রধানকে এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের ফুলেল শুভেচ্ছা।
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবনিযুক্ত বিভাগীয় প্রধান ড. নূর মোহাম্মদ সুমনকে ফুলেল শুভেচ্ছা জানালো এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
আজ বৃহস্পতিবার (২১ মার্চ) ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিযুক্ত হওয়ায় ড. নূর মোহাম্মদ সুমনকে ফুলেল শুভেচ্ছা জানায় এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের ফ্যাকাল্টি এডভাইজার ও সহকারি অধ্যাপক হাসান ইমাম সহ এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক সারাবান তাহুরা, সহকারি অধ্যাপক দীপা সরকার, প্রভাষক সুব্রত রায়, প্রভাষক হোসনেয়ারা বেগম সহ শিক্ষকমন্ডলীরা।
এসময় আরো উপস্থিত ছিলেন, এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের সভাপতি কে. এম. তানভীর হাসান, সাধারণ সম্পাদক ফেরদৌস ইসলাম, কোষাধ্যক্ষ জান্নাতুল নাঈম তান্নি সহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
উল্লেখ্য আজ ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিযুক্ত হন ড. নূর মোহাম্মদ সুমন। ড. নূর মোহাম্মদ সুমন ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগদানের পূর্বে মিলিটারি ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি এর সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এবং ইনস্টিটিউট অফ সিভিল ইঞ্জিনিয়ার্স (ইউকে) এর সদস্য।
ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবনিযুক্ত বিভাগীয় প্রধান ড. নূর মোহাম্মদ সুমন শিক্ষাগত জীবনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বুয়েট) থেকে ব্যাচেলর অব সাইন্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এবং যুক্তরাষ্ট্রের জ্যাকসন স্টেট ইউনিভার্সিটি থেকে এমএসসি ডিগ্রি এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তার অনেক গবেষণা আর্টিকেল দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।
এসময় নবনিযুক্ত বিভাগীয় প্রধান ড. নূর মোহাম্মদ সুমন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং সমৃদ্ধির জন্য সকলের সহযোগিতা কামনা করেন ও এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের সকল কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
Posted ৯:৩৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com