মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি: | বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ | প্রিন্ট | 104 বার পঠিত
বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে বটিয়াঘাটায় জাগ্রত যুব সংঘ(জেজেএস) এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৯ মার্চ ২০২৪) দুপুর ২.৩০ মিনিটেও জেজেএস এর অ্যাডভোকেসী অফিসার রায়হান পলাশের সঞ্চালনায় উক্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মোহাম্মদ রুবেল, বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার অভিজিৎ মল্লিক, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বিনয় কৃষ্ণ রায়,প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার রায়, বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পল্লব বিশ্বাস, বটিয়াঘাটা প্রেসক্লাবের সহ সভাপতি হীরামন সাগর, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সাংবাদিক তুরান হোসেন রানা,ব্র্যাক ম্যানেজার উত্তম সরকার, রূপান্তরের কর্মকর্তা দীপঙ্কর মন্ডল।
এছাড়াও প্রকল্প অবহিতকরণ সভায় জাগ্রত যুব সংঘ (জেজেএস) এর পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র ডিরেক্টর প্রোগ্রামস এম এম চিশতী, স্বাগত বক্তব্য ও উদ্দেশ্য বর্ণনা করেন জেজেএস এর প্রোগ্রাম ম্যানেজার নব কুমার সাহা, জেজেএস এর ক্লাইমেট চেন্জ এডুকেটর পূজা দে।
উক্ত প্রকল্প অবহিতকরণ সভায় বাংলাদেশের জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় শিশুদের কণ্ঠস্বর ও নেতৃত্বকে শক্তিশালী করার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
Posted ২:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com