মোঃ সিরাজুল মনির চট্টগ্রাম ব্যুরো | শুক্রবার, ২২ মার্চ ২০২৪ | প্রিন্ট | 79 বার পঠিত
চট্টগ্রাম ওয়াসা নগরবাসীর সুপেয় পানির সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরে কাজ করলে ও এবং শত কোটি টাকার প্রকল্পের কাজ শেষ করেও এর কোন সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। ওয়াসার প্রত্যেকটা বিভাগে দুর্নীতি যেন বাসা বেঁধেছে।
সরেজমিন পরিদর্শনে দেখা যায় চট্টগ্রাম মহানগরীর প্রধান সড়ক সমূহের মধ্য দিয়ে নির্মিত লাইনসমূহের ম্যানহোলের ঢাকনা বিহীন রয়েছে গত তিন মাসের অধিক সময় ধরে। অক্সিজেন থেকে মুরাদপুর সড়ক, জিইসি এলাকা, জাকির হোসেন সড়ক,চকবাজার সড়ক, মুরাদপুর এলাকা সহ নগরীর যেসব সড়ক দিয়ে ওয়াশার লাইন চলমান রয়েছে সেগুলোতে থাকা ম্যানহোলের ঢাকনাবিহীন রয়েছে দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু টোকাই দল বেঁধে এসব প্ল্যান হলের ঢাকনা চুরি করে নিয়ে গেছে। এসব সড়ক ব্যস্ততম হওয়ায় যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা রয়েছে । ঢাকনা বিহীন ম্যানহোলগুলোতে রয়েছে মিটার। খোলা থাকায় এসব মিটার চুরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। সড়কে চলাচলকারী যানবাহন গুলো ঝুঁকিরমধ্যে চলাচল করছে প্রতিনিয়ত।
এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান প্রকৌশলী কে স্থানীয়ভাবে অবহিত করার পরেও ম্যানহোলের ঢাকনা এখনো প্রতিস্থাপিত হয়নি। এক প্রকার দায়িত্বহীন হয়ে পড়েছে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ। ভয়াবহ দুর্ঘটনা সৃষ্টির আগে ঢাকনা বিহীন ম্যানহোল গুলো মেরামত করে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার জন্য স্থানীয়রা দাবি জানান।
Posted ৬:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ২২ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com