আল মাসুম হোসেন, কুবি প্রতিনিধি: | শুক্রবার, ২২ মার্চ ২০২৪ | প্রিন্ট | 85 বার পঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রক্তদাতা সংগঠন বন্ধু’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ বৃহস্পতিবার (২১ মার্চ) প্রশাসনিক ভবনের ৪১১নং কক্ষে সংগঠনটির সভাপতি ওসমান গনীর সঞ্চালনায় এই আয়োজন হয়।
এতে উপস্থিত ছিলেন বন্ধু, কুবির মডারেটর সহযোগী অধ্যাপক সাইদুল আল-আমিন, অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান, বাঁধনের কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা আজাদ হোসেন সোহেল, বন্ধু’র সাবেক সভাপতি মারুফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মো. আবু হানিফ, বর্তমান সাধারণ সম্পাদক আল আমিন, কুমিল্লা অঞ্চলে অন্যান্য রক্তদাতা সংগঠনের নেতৃবৃন্দসহ বন্ধু সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও অন্যান্য সদস্যরা।
এসময় বাঁধনের কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা আজাদ হোসেন সোহেল বলেন, ‘যারা রক্ত দেয় তারা প্রত্যেকে ভালো মানুষ৷ বন্ধু, কুবি এ পর্যন্ত দশ হাজার ব্যাগ রক্ত দিয়েছে, আরো বেশিও হতে পারে। এটা নিঃসন্দেহে ভালো কাজ৷ তাদের এই পরিসর আরো বড় হোক এ আশা রাখি। কোনোপ্রকার সহায়তার জন্য আমাকে জানালে আমরা একসাথে কাজ করবো৷
Posted ১২:১৪ অপরাহ্ণ | শুক্রবার, ২২ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com