ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ | শনিবার, ২৩ মার্চ ২০২৪ | প্রিন্ট | 77 বার পঠিত
ময়মনসিংহের ভালুকায় গোয়ারী জোনাকির টেক পাকা রাস্তার মোহাম্মদ আলীর বাড়ী হতে বাহির পাথার ভায়া ভালুকা-বিরুনীয়া পাকা রাস্তা পর্যন্ত পুনঃ নির্মাণ করণ প্রকল্পের রাস্তা উদ্বোধন করা হয়েছে।
২৩ মার্চ (শনিবার) সকালে বিরুনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামছুল হোসাইনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা ওয়াসিকুল আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এমএ ওয়াহেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহ নাঈমা , রাজৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম বাদশা, মেদুয়ারী ইউনিয়নের চেয়ারম্যান জেসমিন নাহার রানী, ভালুকা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জালাল পাঠান, বিরুনীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু মেম্বার, আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন শিবলী, ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, ভালুকা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাদেকুর রহমান তালুকদার, ভালুকা উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খোকন হোসেন ঢালী, ভালুকা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সৈকত পাঠান, বিরুনীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাইদুল ইসলাম শেখ, ভালুকা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম খান রাফি, ইউপি সদস্য সহ সর্বস্তরের জনসাধারণ।
স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এমএ ওয়াহেদ বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। যে দায়িত্ব আপনারা আমাকে দিয়েছেন আমি যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি আমাকে সহযোগিতা করবেন।
Posted ১২:১০ অপরাহ্ণ | শনিবার, ২৩ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com