কামরুল আহমদ রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি | শনিবার, ২৩ মার্চ ২০২৪ | প্রিন্ট | 687 বার পঠিত
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজনগর আইডিয়েল হাই স্কুলের শিক্ষক আবুর রাইয়ান শাহীন। গতকাল শুক্রবার রাত ১০ ঘটিকায় সময় রাজনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে তিনি মতবিনিময় করেন।
এসময় আবু রাইয়ান শাহীন বলেন, রাজনগরের কিছু রাজনৈতিক ও সচেতন সমাজের অসংখ্য মানুষে আমাকে উদ্বুদ্ধ করেন ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে। এ নিয়ে আমার শুভাকাঙ্খী আমার সাথে আলোচনা করেছি। রাজনগরের মানুষের চাওয়ায় আমিও প্রার্থী, এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। তিনি আরো বলেন, আমি নিজে শিক্ষক হিসাবে শিক্ষার মান উন্নয়ন ও রাজনগরের মানুষের দাবি সততার সাথে কাজ করে যাওয়ার লক্ষ্যে আমার এই পার্থীতা । মানুষও আমার সম্পর্কে ভালোভাবে জানেন। আমি নির্বাচিত হলে এই পদে থেকে তেমন কোন সুবিধা নেওয়ার নেই। মানুষের ভালোবাসায় নির্বাচিত হলে সততার সাথে কাজ করে যাব।
এসময় তিনি রাজনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সততা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন এবং তিনি বলেন আমিও এক সময় সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন সেই হিসাবে আমি আপনাদের কাছে সহযোগিতা চাই।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রাজনগর আইডিয়াল হাইস্কুলের শিক্ষক মুহিদ মিয়া, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, রাজনগর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ, শংকর দুলাল দেব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, রাজনগর দপ্তর সম্পাদক আহমদুর রহমান ইমরান, প্রেসক্লাবের সদস্য কামরুল আহমদ, সাংবাদিক কেএম সাইদুল ইসলাম, , সাংবাদিক কামরান আহমদ প্রমুখ।
Posted ২:৫৯ পূর্বাহ্ণ | শনিবার, ২৩ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com