নুরুল কবির সাতকানিয়া চট্রগ্ৰাম: | শনিবার, ২৩ মার্চ ২০২৪ | প্রিন্ট | 159 বার পঠিত
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এল ডি পি) কেঁওচিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে গতকাল শনিবার মাদার বাড়ি স্থানীয় মসজিদের মাঠ প্রাঙ্গনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
কেঁওচিয়া ইউনিয়ন এল ডি পি র সিনিয়র সহ—সভাপতি আলী আকবর সদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন লিবারেল ডেমোক্রেটিভ পার্টি (এল ডি পি)কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান এজি এম শাহজাহান, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এল ডি পির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, সাতকানিয়া উপজেলা এল ডি পির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধির মাস রমজান মাস আত্মসংযম মাস এই মাসে আমরা বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগিতে সময় কাটাবো ।
বক্তারা আরও বলেন দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে সাধারণ খেটা খাওয়া মানুষগুলো তাদের জীবন জীবিকা নির্বিসহ হয়ে পড়েছে তারা ইফতারি ও সেহরিতে খাবার টুকু খাবে তা ক্রয় করতে হিমশিম খাচ্ছে সরকারকে সকল পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে হবে এসব সিন্ডিকেট বন্ধ করতে ব্যর্থ হলে দেশের জনগন সরকারকে প্রত্যাখ্যান করবে।
প্রতি বছর রমজান আসে আর চলে যায় কিন্তু রমজান আমাদের জন্য যে শিক্ষা নিয়ে আসে আমরা রমজান থেকে কোন শিক্ষা গ্রহন করিনা আমরা রমজানের আগে যেমনি ভাবে চলাফেরা করি রমজানেও এর কোন ব্যতিক্রম হয়না আমাদের নিজেদের পরিশুদ্ধ করা প্রয়োজন উল্লেখ করেন ইউনিয়ন এল ডি পির সাধারণ সম্পাদক জসিম উদ্দীনের পরিচালনায় অনান্যদের মাঝে বক্তব্য রাখেন এল. ডি. পির নেতা সিদ্দিক সওদাগর ওসমান গনি মোঃ ইলিয়াস ইউনুছ মেম্বার মোঃ এনামুল হক অনান্য অতিথি বৃন্দ।
Posted ৬:০০ অপরাহ্ণ | শনিবার, ২৩ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com