আফজালুর রহমান আবির,মাভাবিপ্রবি প্রতিনিধি : | রবিবার, ২৪ মার্চ ২০২৪ | প্রিন্ট | 117 বার পঠিত
ফরিদপুর জেলা থেকে আগত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘বৃহত্তর ফরিদপুর ছাত্র কল্যাণ পরিষদ’ এর ২০২৪ এর নবনিযুক্ত কমিটি ঘোষণা করা হয়েছে।
২৩ মার্চ রাতে উক্ত পরিষদ কর্তৃক এই কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে মনোনিত হয়েছেন উক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুহান শাবাব এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত হয়েছেন রিফাত মাহমুদ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি তানভীর আহমেদ সৌরভ, আবু বকর সিদ্দিকী নয়ন, রোমানা জামান আশা। যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আকাশ, মাহমুদুল হাসান সৌরভ, তাজিজুর রহমান । সাংঠনিক সম্পাদক মো: মুহাইমিনুল ইসলাম মুঈন দপ্তর সম্পাদক শেখ মুহাম্মদ জিসান, নাহিদ। প্রচার ও প্রকাশনা সম্পাদক সাব্বির আহমেদ নির্জন, ফয়সাল ইসলাম।
অর্থ সম্পাদক সজীব আহমেদ, জহিরুল ইসলাম জিসান। নারী বিষয়ক সম্পাদক সানজিদা ইসলাম। তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক তাহমিদ আলিফ, মুমিনুল ইসলাম। ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মারুফ হাসান, উজ্জ্বল বাড়ৈ । ক্রীড়া বিষয়ক সম্পাদক ফেরদাউস মিয়া।
অ্যাসোসিয়েশনের সভাপতি রুহান শাবাব বলেন, আমাদের অ্যাসোসিয়েশনটি বহুদিন ধরে সুনামের সহিত মাভাবিপ্রবি ক্যাম্পাসে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। ভর্তি পরীক্ষার সময় পরিক্ষার্থীদের আবাসন সহায়তা সহ বিভিন্ন প্রয়োজনে সদস্যদের পাশে থাকে। এই জেলার স্টুডেন্টরা ক্যাম্পাসে একটা পরিবার হয়ে সবসময় একে অপরের পাশে থাকে।
তাছাড়া তিনি নতুন কমিটির উদ্দেশ্যে বলেন, সবাই যেন তাদের সৃজনশীল কাজের মাধ্যমে অ্যাসোসিয়েশনকে আরো গতিশীল ও প্রাণবন্ত করে তোলে।
সদ্য দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিফাত মাহমুদ কমিটির সকলের উদ্দেশ্যে বলেন,
’’আসসালামু আলাইকুম, জাতির জনক বঙ্গবন্ধুর পিতৃনিবাস ফরিদপুর, নানান ইতিহাস ঐতিহ্য ও আভিজাত্যের ধারক এবং বাহক প্রথমেই ধন্যবাদ দিতে চাই আমাদের অ্যাসোসিয়েশনের সম্মানিত সিনিয়র সদস্য বৃন্দদের যারা আমার উপর আস্থা রেখেছেন।
অগ্রজদের দেখানো পথ ও পরামর্শ এবং অনুজদের সাথে নিয়ে আমি সর্বদা চেষ্টা করব আমাদের অ্যাসোসিয়েশন কে এগিয়ে নিয়ে যেতে এবং আমাদের ঐতিহ্য গুলোকে সবার কাছে পৌঁছে দিতে।
২০২৪ সালের দায়িত্বপ্রাপ্ত সকল সদস্যদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।
আশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের অ্যাসোসিয়েশনে আরো একধাপ সামনে এগিয়ে যাবে।
আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই পবিত্র মাহে রমজানে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং আসন্ন ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা।”
Posted ৯:২৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com