কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি | সোমবার, ২৫ মার্চ ২০২৪ | প্রিন্ট | 118 বার পঠিত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত ফাতিমা নাজনীন প্রিসিলা বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এই মানবিক কন্যা বিভিন্ন সামাজিক কাজ করছেন প্রায় পাঁচ বছরেরও বেশী সময় ধরে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার রয়েছে ব্যাপক পরিচিতি।
কাজের স্বীকৃতি স্বরূপ এ পর্যন্ত প্রায় ১৯টি অ্যাওয়ার্ড পেয়েছেন। এবার পেলেন যুক্তরাষ্ট্রের সম্মানজনক প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড। প্রেসিডেন্ট জো-বাইডেনের সাক্ষর করা সার্টিফিকেট, একটি চিঠি এবং প্রেসিডেন্টের মনোগ্রামসহ গোল্ডেন মেডেল। গত ১৭ মার্চ নিউইয়র্কের ম্যানহাটনের একটি অডিটোরিয়ামে অ্যাওয়ার্ডটি প্রিসিলাকে প্রদান করা হয়। প্রিসিলা তার এই পুরস্কার তার শুভাকাঙ্খী ও ফলোয়ারদের উৎসর্গ করেছেন। ফাতেমা নাজনীন প্রিসিলা বর্তমানে নিউইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও আইন বিষয়ে পড়ালেখা করছেন।
Posted ৯:১৩ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com