এম জি রাব্বুল ইসলাম পাপ্পু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : | মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ | প্রিন্ট | 332 বার পঠিত
কুড়িগ্রাম জেলা পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম অদ্য ২৬ মার্চ ২০২৪ সকাল আনুমানিক ১০.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম সদর থানাধীন জলিল বিড়ি ফ্যাক্টরি মোড় এলাকায় একটি অটোরিকশা থেকে ৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
অপরদিকে রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম গত ২৫ মার্চ ২০২৪ বিকাল আনুমানিক ১৫:০০ ঘটিকায় রৌমারী থানাধীন ফুলবাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ সহ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানাধীন উত্তর রহিমপুর এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ আঃ সালাম (৪০) ও ডিগ্রিরচর এলাকার মোঃ হজরত আলী (৪২) দ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, উক্ত বিষয়ে কুড়িগ্রাম ও রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
Posted ৪:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com