ইসমাইল ইমন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি: | মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ | প্রিন্ট | 166 বার পঠিত
ভাষাসৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটি গ্রন্হাগারের উদ্যোগে ২৬ মার্চ (মঙ্গলবার) মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ,আলোচনা সভা পুরস্কার বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল।
ভাষাসৈনিক আবুল কালাম আজাদের পুত্র ও এডুকেশন সোসাইটি গ্রন্হাগারের প্রতিষ্ঠাতা সভাপতি লেখক ছড়াকার শাহজাহান আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রবীণ শিশু সাহিত্যিক,বিশিষ্ট কবি ও গীতিকার জনাব শফী সুমন।গ্রন্হাগার সংগঠক জুবায়ের আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিসেস কবিতা নাথ ,তরুণ লেখক কবি ও গীতিকার সাফাত বিন ছানাউল্লাহ,চন্দনাইশ বই বিনিময় উৎসব উদযাপন পরিষদ সংগঠক ওয়াহিদুল আলম রাকিব। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হিফজুল কোরআন ফাউন্ডেশনের শিক্ষার্থী আবদুল্লাহ আল হাসনাত । দেশাত্মবোধক গান পরিবেশন করে গাছবাড়িয়া
মমতাজ বেগম স্কুল ও কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী
মুশফিকা জাহান মুসকান।কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে তাসকিয়া তাহসিনা নুসরা , প্রীতম নাথ ও আতিকা তাবাচ্ছুম নাজিফা।
প্রধান অতিথি প্রবীণ কবি ও গীতিকার শফী সুমন বলেন
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের জন্য আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা ইত্যাদির পাশাপাশি মুক্তিযুদ্ধভিত্তিক বই পাঠের ব্যবস্হা করতে হবে। বিশেষ অতিথি শিক্ষক কবিতা নাথ বলেন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।
ভাষাসৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটি ও গ্রন্হাগারের উদ্যোগে জাতীয় দিবসগুলো পালন উপলক্ষ্যে শিক্ষার্থীদের জন্য এসব প্রতিযোগিতার আয়োজন সত্যি প্রশংসনীয়।
সভাপতির বক্তব্যে কবি ছড়াকার শাহজাহান আজাদ
বলেন শিশু কিশোরদের মুক্তিযুদ্ধের ইতিহাস বেশি বেশি করে জানতে হলে গ্রন্হাগারমুখী হতে হবে। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
Posted ৬:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com