ডেস্ক নিউজ | মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ | প্রিন্ট | 117 বার পঠিত
বাংলাদেশ নতুন উদ্যোক্তা ব্যবসায়ী ফোরাম কেন্দ্রীয় কমিটির আয়োজনে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল আজ ১৪ই রমজান ২৫ মার্চ ধানমন্ডির একটা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবুল কালাম।
ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল মনির এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা হাসান আরিফ, ঢাকার চকবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ দিদারুল আলম , ব্যবসায়িক কুতুব উদ্দিন , ইমতিয়াজ আহমেদ , মাওলানা শামসুদ্দিন আহমেদ , এডভোকেট মোঃ আবু কাওসার ,আলোচনা সভায় বক্তারা বলেন সিয়াম সাধনার মাসে নিত্য পণ্যের বাজার সহনশীল পর্যায়ে রাখতে অনৈতিক পন্তা পরিহার করতে হবে।
ফোরামের কোন ব্যবসায়ী অবৈধভাবে বাড়তি দাম নির্ধারণ করলে ফোরাম কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট দপ্তর গুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন ফোরাম নেতৃবৃন্দ।
Posted ৫:২২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com