দেলোয়ার অপু পোল্যান্ড: | বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ | প্রিন্ট | 107 বার পঠিত
বাংলাদেশ দূতাবাস পোল্যান্ড এর উদ্যোগে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে pałac kultury i nauki plac defiladএ অনুষ্ঠিত হয়েছে পোল্যান্ডে বাংলাদেশ মহান স্বাধীনতা দিবস।বিভিন্ন দেশের কূটনীতিক সহ বাংলাদেশি বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন ও পোলান্ডের সেক্রেটারী অব স্টেট জনাব Władysław Teofil Bartoszewski স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য রাখেন।
আলোচনা শেষে অতিথিদের ঐতিহ্যবাহী বাঙালি খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা খলিলুল্লাহ কাইয়ুম, মাসুদুর তুহিন, এরশাদুর রহমান,মোঃ দেলোয়ার অপু, মুরাদ জাহিদ,আরিফুর রহমান ছাড়া ব্যবসায়ী সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক শরীফ আহমেদে, কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তি ও ব্যবসায়ী কাজী সাইফুদ্দিন ,শাহীন মন্ডল ,ব্যবসায়ী মহিউদ্দিন,এহসান ইমন, আহমেদ রানা, বিহারী হাসান, ইকবাল হোসেন ছাড়া আরো অনেক প্রবাসীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ ও পোল্যাড এর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন,বাংলাদেশের এশিয়ার অন্যতম রাইজিং ইকোনমিক দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা ,স্বাস্থ্য-খাদ্য ,রপ্তানি প্রত্যেকটি সূচকে বাংলাদেশ,এখন অন্য দেশের রোল মডেল।
Posted ২:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com