মাইনুল ইসলাম,ববি প্রতিনিধি : | বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ | প্রিন্ট | 104 বার পঠিত
ইয়ুথ ফর পলিসি ও ইনস্টিটিউট অফ ইনফরমেটিক্স এন্ড ডেভেলপমেন্ট(আইআইডি) সহযোগীতা, মঙ্গলবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তারুণ্যের গনতন্ত্র বিষয়ক ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
উক্ত ট্রেনিং প্রোগ্রামে প্রায় পঞ্চাশের অধিক শিক্ষার্থী অংশগ্রন করে এবং প্রোগ্রামটিতে ফ্যাসিলেটর হিসাবে ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এবং ইয়ূথ ফর পলিসি ফেলো এস,এম সাখাওয়াত শ্রাবণ।
ট্রেইনার হিসাবে ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট মোঃ মোরশেদ হাসান।উল্লেখ্য যে,উক্ত ট্রেনিং প্রোগ্রামের মূল উদ্দেশ্যে তারুণ্যের মাঝে সৃজনশীলতা বিকাশ করা ও নতুন নেতৃত্ব গড়ে তোলা। পাশাপাশি একটি গনতান্ত্রিক রাষ্ট্রে তারুণ্যের দায়িত্ব ও কতব্য সম্পর্কে অবগত করা।
এছাড়াও গনতন্ত্রের মূলনীতি ও বাংলাদেশের সার্বিক বিষয়ে গঠনমূলক আলোচনা ও সর্বশেষ দলগত কাজের মাধ্যমে ট্রেনিং প্রোগ্রামটি সমাপ্তি করা হয়।
Posted ৫:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com