বেলাল হোসাইন, অস্ট্রেলিয়া প্রতিনিধি | শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | প্রিন্ট | 317 বার পঠিত
পবিত্র রমজান মাসে সিডনিতে বাংলাদেশী আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে ২৮শে মার্চ, বৃহস্পতিবার ‘সিবিজি গ্লোবাল এই ইফতার ও ডিনারের আয়োজন করে। সিডনীর বিভিন্ন এলাকা থেকে বহু বাংলাদেশী আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণ করে। কোরআন তিলাওয়াত ও মাগরিব এর আজান দেওয়ার পর আমন্ত্রিত সকলেই ইফতারে অংশগ্রহণ করেন।
সিবিজি গ্লোবালের প্রতিষ্ঠাতা ও পরিচালক সৈয়দ মাহবুব মোর্শেদ বলেন শীক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা অত্যন্ত আনন্দিত। সম্প্রতি আসা বাংলাদেশী শীক্ষার্থীদের বাসা খুজে পাওয়া সহজ করতে বেশ কিছু স্বেচ্ছাসেবী দ্বারা আমরা একটি ফেসবুক গ্রুপ তৈরী করে দিয়েছি। যার মাধ্যমে প্রায় এক হাজারেরও অধিক গ্রুপ মেম্বারের সহযোগিতায় খুব অল্প সময়ের মধ্যেই অনেকে বাসা খুজে পাচ্ছেন। আমি সকল গ্রুপ মেম্বার, গ্রুপ এডমিন, রিয়েল এস্টেট এসোসিয়েটস ও স্বেচ্ছাসেবকদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই তাদের চলমান সহযোগীতার জন্য।
তিনি আরো বলেন, আমরা সব সময়ই আন্তর্জাতিক শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এই চেষ্টা অব্যাহত থাকবে।
Posted ৩:২২ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com