বকুল খান | শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | প্রিন্ট | 67 বার পঠিত
কমিউনিটির সম্মানে বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের বার্ষিক ইফতার মাহফিল যথাযথ মর্যাদায় সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ|গতকাল বাংলাদেশী অধ্যুষিত বাংলা টাউন রেস্টুরেন্টে এ মাহফিলে বিপুল সংখ্যক প্রবাসী রাজনৈতিক সামাজিক কমিউনিটির নেতৃবৃন্দ এতে অংশ নেন |সংগঠনের সভাপতি এ কে এম জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বকুল খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ,বায়তুল মুকাররম জামে মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার ,খতিব হাসান বিন আব্দুল্লাহ ,সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির ,বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর ,নির্বাচন কমিশনের সাবেক সাধারণ সম্পাদক দুলাল সাফা,নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশনের সভাপতি একরামুজ্জান কিরণ,
বাংলদেশ এসোসিশনের সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান ওহিদ ,গ্রেটার সিলেট এসোসিয়েশনের সভাপতি আব্দুল মুজাক্কির , মুন্সিগঞ্জ সমিতির সভাপতি মিল্টন ভূঁইয়া কচি ,সাবেক সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান ,উপদেষ্টা রানা আবেদীন ,নারায়ণগঞ্জ জেলা এসোসিশনের সাধারণ সম্পাদক শওকত আহমেদ ,ঢাকা জেলা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম মাসুদ,গ্রেটার সিলেট এসোসিয়েশেনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম মাসুক, সহসভাপতি ইফতেখার আলম, সাংগঠনিক সম্পাদক আসাদ আলী ,গোলাপগঞ্জ ক্রিকেট একাডেমির চেয়ারম্যান ইউসুফ আলী ,দক্ষিণ সুরমা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিক খান ,তরুণ সংগঠক মামুন হাওলাদার ,বিশিষ্ট ব্যবসায়ী নিজাম উদ্দিন ,বিপ্লব বড়ুয়া ,জহিরুল ইসলাম টিটু ,শাহরিয়ার রহমান ,কবির আহমেদ ,রফিক খান ,এস এম আকাশ প্রমুখ |
বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের পক্ষ থেকে বক্তব্য রাখেন কবির আল মাহমুদ ও জিয়াউল হক ঝুমন|উপস্থিত ছিলেন,তামিম ইকবাল ,জহির আহমেদ (আর টিভি ),নীলিমা শেখ রাসেল , সিফাত এ নওরীন ,সুমন মিয়া প্রমুখ |۔অনুষ্টানে দুআ পরিচালনা করেন হাফিজ জহির উদ্দিন |
Posted ৭:৩৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com